এক্সপ্লোর
Advertisement
বল বিকৃতির অভিযোগ শুনে হেসে ফেলেছিলাম: কোহলি
মোহালি: বল বিকৃতির অভিযোগ শুনে হাসি পেয়ে গিয়েছিল। এমনই মন্তব্য করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, এসব সিরিজ থেকে ফোকাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। অস্ট্রেলিয়ায় যখন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতেছে, তখনও এ ধরনের অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রোটিয়াস অধিনায়ক ফাফ ডুপ্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল।
ব্রিটিশ মিডিয়াকে খোঁচা দিয়ে কোহলি বলেছেন, আমার আশ্চর্য লাগছে, রাজকোট টেস্টের কোনও বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিশাখাপত্তনম টেস্টের ফল দেখার পর।
উল্লেখ্য, রাজকোটে প্রথম টেস্টে চাপের মুখে ম্যাচ ড্র করে ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে চেনা ছন্দে দেখা যায় কোহলি-ব্রিগেডকে। ইংল্যান্ডকে ২৪৬ রানে বিধ্বস্ত করে ভারত। কোহলি প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেন। প্রথম টেস্টেও তাঁর অপরাজিত ৪৯ রানের ইনিংস দলকে সম্ভব্য বিপর্যের হাত থেকে রক্ষা করেছিল।
বিশাখাপত্তনম টেস্টের পর ব্রিটিশ মিডিয়া একটি ভিডিও ক্লিপ দেখিয়ে অভিযোগ করে রাজকোট বল বিকৃত করছিলেন কোহলি। যদিও আইসিসি অভিযোগকে কোনওরকম গুরুত্বই দেয়নি।
কোহলি এ বিষয়ে বলেছেন, সংবাদপত্রে কী খবর ছাপা হল, তা নিয়ে তাঁর কোনও মাথাব্যাথা নেই। ক্রিকেটার হিসেবে তাঁরা আইসিসি-র সিদ্ধান্তই মেনে চলেন। জল্পনা, অভিযোগ এসব নিয়ে তিনি কিছুই জানেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পাঁচদিন পর বিষয়টি তাঁর কানে আসে। এই অভিযোগ শুনে তিনি হেসে ফেলেছিলেন বলে জানিয়েছেন কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement