এক্সপ্লোর
ধোনিকে ভালোবাসি, তুলনা নিয়ে মাথাব্যাথা নেই: ঋষভ পন্থ
মহেন্দ্র সিংহ ধোনির কেরিয়ারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত ফরম্যাটেই যে ঋষভ পন্থই প্রথম পছন্দের উইকেটরক্ষক, তা স্পষ্ট করে দিয়েছে। যদি ব্যাট হাতে ধারাবাহিকভাবে অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ভালো শুরু করেও তা বড় ইনিংসে বদলাতে না পারার জন্য পন্থকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির কেরিয়ারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত ফরম্যাটেই যে ঋষভ পন্থই প্রথম পছন্দের উইকেটরক্ষক, তা স্পষ্ট করে দিয়েছে। যদি ব্যাট হাতে ধারাবাহিকভাবে অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ভালো শুরু করেও তা বড় ইনিংসে বদলাতে না পারার জন্য পন্থকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। যেহেতু ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, তাই এক্ষেত্রে পন্থের ওপর চাপটা স্বাভাবিকভাবেই বেশি। ধোনির মতো ক্রিকেটারের সঙ্গে তাঁর তুলনা সম্পর্কে পন্থ বলেছেন, এ ধরনের তুলনা নিয়ে তাঁর কোনও মাথাব্যাথা নেই। নিজের খেলার দিকেই মনোনিবেশ করতে তিনি আগ্রহী। পন্থ বলেছেন, তিনি ধোনিকে ভালোবাসেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ধোনি-হীন ভারত। নির্বাচকরা চাইছেন, আগামী বছরের টি ২০ বিশ্বকাপের আগে তরুণ পন্ত নিজেকে গড়ে তুলুন। একটি অনুষ্ঠানে ধোনি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে পন্থ বলেছেন, আমি তাঁকে ভালোবাসি। আমি আমার ক্রিকেটের দিকে মনোনিবেশ করেছি। প্রত্যেকদিন খেলার উন্নতি ঘটানোর চেষ্টা করছি। দেশকে আরও বেশি করে ম্যাচে জেতাতে তিনি প্রচুর পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন পন্থ। তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজে দল খুবই ভালো খেলেছে। নিজের খেলার আরও উন্নতি ঘটাতে চাইছি, যাতে টিম ইন্ডিয়াকে আরও বেশি ম্যাচ জিততে সাহায্য করতে পারি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ সম্পর্কে পন্থ বলেছেন, আমরা খুব ভালো অনুশীলন করেছি। মনোভাব খুব ভালো জায়গায় রয়েছে। সিরিজে ভালো ফল হবে বলে আশাবাদী। পন্থ বলেছেন, ঘরের মাঠে খেলার সুবিধা থাকবে। তবে দক্ষিণ আফ্রিকাও খুব ভালো দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















