এক্সপ্লোর
Advertisement
আইপিএল-এর আগেই ফিট হয়ে যাবেন, আশাবাদী পৃথ্বী শ
নয়াদিল্লি: আইপিএল শুরু হওয়ার আগেই গোড়ালির চোট সারিয়ে ফিট হয়ে যাবেন বলে আশাবাদী পৃথ্বী শ। একটি সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোট পান পৃথ্বী। তিনি এখনও সুস্থ হননি। তবে ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে এই তরুণ বলেছেন, ‘প্রথম টেস্টের আগে আমরা সিডনিতে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম। আমি ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলাম। সেই সময় অ্যাশ ভাই (রবিচন্দ্রন অশ্বিন) বল করছিলেন। আমার দিকে একটি ক্যাচ আসে। আমি পিছনদিকে লাফিয়ে ক্যাচ ধরি এবং মাটিতে পড়ার সময় সারা শরীরের ভার গিয়ে পড়ে বাঁ পায়ের গোড়ালির উপর। আমার গোড়ালি ৯০ ডিগ্রি ঘুরে যায়। তার ফলেই চোট পাই।’
পৃথ্বী আরও বলেছেন, ‘আমি দ্বিতীয় টেস্টে খেলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাকে ফিট করে তোলার চেষ্টা করছিলেন ফিজিও। তবে যত ফিট হওয়ার চেষ্টা করছিলাম, ততই যন্ত্রণা বাড়ছিল। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু কিছু করারও ছিল না। আমি অস্ট্রেলিয়ায় কঠিন পরিবেশে খেলতে চেয়েছিলাম। আমি বাউন্স পছন্দ করি। তবে ঠিক আছে, ভারত টেস্ট সিরিজ জেতায় আমি খুশি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement