IND vs PAK: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের
IND vs PAK: অস্ট্রেলিয়ার (australia) মাটিতে হতে চলেছে এবারের টুর্নামেন্ট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত তাদের প্রথম ম্যাচে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের(pakistan) বিরুদ্ধে।
দুবাই: এবছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি (icc)। অস্ট্রেলিয়ার (australia) মাটিতে হতে চলেছে এবারের টুর্নামেন্ট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত তাদের প্রথম ম্যাচে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (pakistan) বিরুদ্ধে। আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে এই মহারণ। এমসিজিতে এই প্রথমবার এশিয়ার ২ শক্তিশালী ক্রিকেটীয় দেশ পরস্পরের মুখোমুখি হতে চলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে শেষবার বিশ্বকাপের মঞ্চে ২ দল মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে। সেবার অ্যাডিলেড ওভালে খেলতে নেমেছিল ২ দল।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অষ্টম বর্ষের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ার প্রায় সাতটি ভেনুতে হবে খেলা। তার মধ্যে রয়েছে অ্যাডিলেড, মেলবোর্ন, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। ফাইনাল খেলাটি হবে সিডনিতে আগামী ১৩ নভেম্বর। মোট ১৬টি দলের মধ্যে মোট ৪৫টি ম্যাচ হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে। ১৬-২১ অক্টোবর পর্যন্ত যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলো হবে। এরপর ২২ অক্টোবর মূলপর্ব শুরু হবে। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স আপ নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২তে দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত। সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম রাউন্ডের গ্রুপ বি-এর বিজয়ী দলের সঙ্গে গ্রুপ এ-র রানার্স আপ দল মুখোমুখি হবে। অক্টোবরের ২৭ তারিখে হবে এই ম্যাচ। এছাড়া আগামী ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে নামবে রোহিত ব্রিগেড। এরপর গ্রুপ বি-এর বিজয়ী দলের বিরুদ্ধে ৬ নভেম্বর খেলতে নামবে ভারতীয় দল।
Fixtures of T20 World Cup 2022 have been announced. India placed alongside Pakistan, South Africa, Bangladesh & two qualifiers in Group 2 of Super 12 stage. India will square off against Pakistan in their first match of the tournament on October 23 at the MCG pic.twitter.com/M4QMuMaDOq
— ANI (@ANI) January 20, 2022
উল্লেখ্য, গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল অ্যারন ফিঞ্চের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি
২৩ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
২৭ অক্টোবর: ভারত বনাম গ্রুপ এ রানার্স আপ (সিডনি)
৩০ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (পার্থ)
২ নভেম্বর: ভারত বনাম বাংলাদেশ (অ্যাডিলেড)
৬ নভেম্বর: ভারত বনাম গ্রুপ বি বিজয়ী (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)