এক্সপ্লোর
Advertisement
ICC Cricket: বয়স ১৫ বছর না হলেও রাজা-মিত-ঘেরাসিম পেরেছেন, আইসিসির নতুন নিয়মে আর কেউ পারবেন না
বয়স নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ক্রিকেটারদের একটি ন্যূনতম বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দুবাই: বয়স নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ক্রিকেটারদের একটি ন্যূনতম বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে।
কোনও ক্রিকেটারের বয়স ১৫ বছর না হলে তাকে আন্তর্জাতিক পর্যায়ের কোনও ক্রিকেটেই খেলানো যাবে না বলে জানিয়েছে আইসিসি। শুধু জাতীয় সিনিয়র দলের হয়েই নয়, অনূর্ধ্ব-১৯ পর্যায়েও কোনও ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করতে পারবে না যদি তার বয়স ১৫ বছরের কম হয়।
খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। কৈশোর বয়সের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারেন কি না, তা অনেকদিন ধরেই বিতর্কের বিষয়। আধুনিক ক্রিকেটে অনেক দেশেই কম বয়সী ক্রিকেটারদের জাতীয় দল সামলানোর গুরুদায়িত্ব নিতে দেখা যাচ্ছে। তবে এবার আইসিসি নিয়ম করে দিল, জাতীয় দল হোক বা যুব দল, বয়স হওয়া চাই অন্তত ১৫।
এক বিবৃতিতে আইসিসি জানায়, এই নিয়ম পুরুষ ও মহিলা ক্রিকেট, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সদস্য দেশগুলো অবশ্য বিশেষ ছাড় পেতে পারে, তবে সেই ছাড়ও দিতে হবে খোদ আইসিসিকে। কোনও বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সদস্য দেশকে আইসিসির কাছে আবেদন করতে হবে। উক্ত ক্রিকেটারের অভিজ্ঞতা ও মানসিক দিক বিবেচনা করে তাকে অনুমোদন দেওয়ার এক্তিয়ার থাকবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার হাতে।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরেরও কম বয়সে অভিষেক হয়েছে মাত্র তিনজনের। তাঁদের একজন পাকিস্তানের হাসান রাজা, ১৯৯৬ সালে যিনি ১৪ বছর ২৩৩ দিন বয়সে জিম্বাবোয়ের বিপক্ষে মাঠে নামেন। বাকি দুজন হলেন রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম ও কুয়েতের মিত ভাবসার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement