PAK vs BAN: ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের মঞ্চেই ওয়ান ডে ফর্ম্যাটে রেকর্ড শাহিন আফ্রিদির
Shaheen Afridi Record: তিনি এখনও পর্যন্ত চলতি ম্যাচে ৩ উইকেট নিয়ে মোট ১০২ উইকেটের মালিক। ২২.৭৮ গড়ে বোলিং করেছেন আফ্রিদি। সেরা স্পেল ৩৫/৬।
কলকাতা: বিশ্বকাপের (ODI World Cup 2023) মঞ্চে বাংলাদেশের (Bangladesh Cricket Team) বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। টাইগারদের বিরুদ্ধে এদিন ৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তারকা বাঁহাতি পেসার। আর তার সঙ্গে সঙ্গেই পেসারদের মধ্যে ওয়ান ডে ফর্ম্যাটে দ্রুততম ১০০ উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন শাহিন। এদিন তিনি তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহর উইকেট তুলে নেন। কেরিয়ারে মাত্র ৫১টি ওয়ান ডে ম্যাচ খেলেই এই নজির গড়লেন শাহিন। তিনি এখনও পর্যন্ত চলতি ম্যাচে ৩ উইকেট নিয়ে মোট ১০২ উইকেটের মালিক। ২২.৭৮ গড়ে বোলিং করেছেন আফ্রিদি। সেরা স্পেল ৩৫/৬।
তবে সব মিলিয়ে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ১০০ উইকেটের মালিক হলেন শাহিন। তাঁর আগে রয়েছেন নেপালের সন্দীপ লামিছানে (৪২ ম্যাচ) ও আফগানিস্তানের রাশিদ খান (৪৪ ম্যাচ)। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত শাহিন মোট ১৬ উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকদে তালিকায় শীর্ষে রয়েছেন।
সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। আর সেই ক্ষত ভুলিয়ে মঙ্গলবার একের পর এক বিধ্বংসী স্পেল করলেন ডানহাতি পেসার মহম্মদ ওয়াসিম। নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করেন। বল দুদিকে স্যুইং করান। আর মঙ্গলবার তার সঙ্গে মিশিয়ে দিলেন রিভার্স স্যুইংয়ের বিষ। যা দেখে মুগ্ধ রিভার্স স্যুইংয়ের অন্যতম ধারক ও বাহক, কিংবদন্তি ওয়াকার ইউনিসও। পাকিস্তানের কিংবদন্তি পেসার সরফরাজ নওয়াজের হাত ধরে যে বিরল শিল্পের সঙ্গে পরিচিত হয়েছিল বিশ্ব।
পাক পেস বোলিংয়ের গোলাগুলির সামনে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ ব্যাটিং। ২৯ বল বাকি থাকতে, ৪৫.১ ওভারে, মাত্র ২০৪ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। তাও সেই স্কোরেও পৌঁছনো হতো না, যদি না ফের ঢাল হয়ে উঠতেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ৭০ বল করে ৫৬ রান করে ফের বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান বলেছিলেন, রিয়াদ ভাইয়ের (দলে মাহমুদুল্লাহর ডাকনাম) আরও আগে ব্যাট করা উচিত। এদিন সাত নম্বরে নয়, মাহমুদুল্লাহ নেমেছিলেন পাঁচ নম্বরে। আফ্রিদির যে বলে তিনি বোল্ড হলেন, বিশ্বের কোনও ব্যাটারই তার মোকাবিলা করতে পারতেন না।