England T20 WC 2022 Jersey: বাজল বিশ্বকাপের দামামা, বিশের বিশ্বযুদ্ধের জার্সি সামনে আনল ইংল্যান্ড
২০২২ টি২০ বিশ্বকাপ, চলতি বছরের শেষে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হবে টি২০ বিশ্বকাপ। বর্তমান তথা প্রথমবার কুড়ির বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ায় (Australia) বসতে চলেছে চলতি বছরের টি২০ বিশ্বকাপের আসর
লন্ডন : বিশের মঞ্চের বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল। ২০২২ টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) জন্য জার্সি প্রকাশ্যে আনল ইংল্যান্ড ক্রিকেট টিম (England Cricket Team Reveal jersey)। পুরুষ, মহিলা দলের পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের জন্যও জার্সি সামনে আনা হয়েছে। চেনা উজ্জ্বল লাল রঙয়ের জার্সিতে রয়েছে 'থ্রি লায়ন্স'দের চেনা স্ট্রিপ। জার্সিটি তৈরি করেছে ক্যাস্টোর সংস্থা।
জার্সি প্রকাশ কাদের গায়ে
ইংল্যান্ড পুরুষ দলের জোফ্রা আর্চার (Jofra Archer), জস বাটলারের (Jos Butler) পাশাপাশি ইংল্যান্ড মহিলা দলের কেটি জর্জ ও ইংল্যান্ডের বিশেষভাবে সক্ষম ক্রিকেট দলের ক্রিকেটার ক্রিস এডওয়ার্সের গায়ে চাপানো নতুন জার্সি প্রকাশ্যে আনা হয়েছে। চিরন্তন লাল রংয়ের জার্সিটি বানানো হয়েছে বিশেষ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে। জার্সিটি ক্রিকেটারদের মাঠে নেমে চেনা ছন্দে খেলায় সাহায্য করবে বলেও দাবি জার্সি প্রস্তুতকারী সংস্থার।
ক্রিকেটারদের-ভক্তদের বক্তব্য
আপাতত রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএল খেলতে ব্যস্ত ব্রিটিশ ক্রিকেটার জস বাটলার জানিয়েছেন, বছরের শেষে টি২০ বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করতে ও খেতাব জিততে মুখিয়ে রয়েছি। আশা রাখছি নতুন জার্সি পরে সেই কাজটা করতে সুবিধা হবে। জাতীয় দলের ক্রিকেটারদের নতুন জার্সি নিয়ে উৎসাহিত ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরাও।
View this post on Instagram
২০২২ টি২০ বিশ্বকাপ
চলতি বছরের শেষে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হবে টি২০ বিশ্বকাপ। বর্তমান তথা প্রথমবার কুড়ির বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ায় (Australia) বসতে চলেছে চলতি বছরের টি২০ বিশ্বকাপের আসর।
আরও পড়ুন- আজ কেমন হতে পারে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের প্রথম একাদশ?