![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ICC Men's T20 World Cup 2022: শেষ দুই দল হিসাবে বিশ্বকাপের টিকিট বুক করল নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে
ICC T20 World Cup 2022: জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছয় দলের সঙ্গে খেলবে। চার দল করে ভাগ করা দুই গ্রুপের সেরা দুই দল সেখান থেকে সুপার ১২-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
![ICC Men's T20 World Cup 2022: শেষ দুই দল হিসাবে বিশ্বকাপের টিকিট বুক করল নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে ICC Men's T20 World Cup 2022: Netherlands and Zimbabwe last two team to book their place in Australia ICC Men's T20 World Cup 2022: শেষ দুই দল হিসাবে বিশ্বকাপের টিকিট বুক করল নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/bfbd5df0c1eb0e33eec9544ee273805d1657977694_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বুলায়েও: বছরের শেষেই অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men's T20 World Cup 2022) আসর। তার আগে শুক্রবারই (১৫ জুলাই), শেষ দুই দল হিসাবে অস্ট্রেলিয়ার টিকিট বুক করে ফেলল নেদারল্যান্ডস (Netherlands Cricket Team) এবং জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ 'বি'র সেমিফাইনালে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং পাপুয়া নিউ গিনিকে মাত দিয়ে দুই দেশ কোয়ালিফাই করল বিশ্বকাপের জন্য।
যুক্তরাষ্ট্রের দল নিজেদের প্রথম আইসিসি ইভেন্টে পৌঁছনোর লক্ষ্য নিয়ে এদিন মাঠে নেমেছিল। তবে লড়াই করেও স্বপ্নপূরণ হল না। নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। স্টিভেন টেলর এবং অধিনায়ক মোনান্ক পটেল ওপেনিং পার্টনারশিপে ৫১ রান যোগ করে শুরুটাও ভাল করেছিলেন।তবে দুর্দান্ত ছন্দে থাকা স্টিভেনকে এই টুর্নামেন্টে তার সর্বনিম্ন স্কোর ২৬ রানে আউট করেন পল ভ্যান ম্যাকরেন। এরপর ১৫ বলে ৩২ করে মোনান্ক আউট হওয়ার পরেই ধস নামে যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে।
দুর্দান্ত বাস দে লিডে
নিসর্গ পটেলের ২৮ রান বাদে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডারে কেউই বলার মতো রান করেনি। ১৩৮ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে নেদারল্যান্ড নিজেদের ইনিংসের শুরুতেই স্টিফেন মাইবার্গকে শূন্য রানে হারালেও বাস দে লিডে প্রথমে ম্যাক্স ও'দওদ (১৬) ও পরে অধিনায়ক অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (২৬) সঙ্গে জুটি বেঁধে ডাচদের এক ওভার বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্য় পৌঁছে দেন। লিডে ৯১ রানে অপরাজিত থাকেন। অপরদিকে, ঘরের মাঠে জিম্বাবোয়ের জয়টা খানিকটা সহজ ছিল।
২৭ রানে জেতে জিম্বাবোয়ে
জিম্বাবোয়ের হয়ে অধিনায়ক ক্রেগ আর্ভাইন এবং রেজিস চাকাওয়া শুরুটা দারুণভাবে করেন। চাকাওয়া ৩০ রানে আউট হলে আর্ভাইন ওয়েসলি মাধিভিরেকে সঙ্গে নিয়ে ৬৩রান যোগ করেন। আর্ভাইন ৩৮ ও মাধিভিরে ৪২ রান করেন। শেষের দিকে সিকন্দর রাজা (২২), সন উইলিয়ামসরা (২২) আগ্রাসী ব্যাটিং করে জিম্বাবোয়েকে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তুলতে সাহায্য করে। জবাবে টনি উরা ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেও, ১৭২ রানেই থেমে যায় পাপুয়া নিউ গিনির দৌড়।
জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছয় দলের সঙ্গে খেলবে। চার দল করে ভাগ করা দুই গ্রুপের সেরা দুই দল সেখান থেকে সুপার ১২-এ খেলার যোগ্যতা অর্জন করবে। এরপরেই ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশগুলির বিরুদ্ধে তারা খেলতে নামতে পারবে।
আরও পড়ুন: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)