Shubman Gill: ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের সিংহাসনে গিল, বোলারদের তালিকায় শীর্ষে সিরাজ
ICC ODI Ranking: চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর ব্য়াটার হওয়ার নজির গড়লেন গিল। তার আগে এই নজির গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি।
দুবাই: বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে (One Day International Cricket) বিশ্বের ১ নম্বর ব্যাটার হলেন শুভমন গিল (Subhman Gill)। টেক্কা দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam)। এতদিন পর্যন্ত বাবরই ছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের ১ নম্বর ব্যাটার। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ভাল পারফর্ম করে গিল টেক্কা দিয়ে দিলেন বাবরকে। এই নিয়ে ভারতীয় ব্য়াটারদের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর ব্য়াটার হওয়ার নজির গড়লেন গিল। তার আগে এই নজির গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলি (Virat Kohli)।
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ রান করেছিলেন। এখনও পর্যন্ত ৬ ইনিংসে ২১৯ রান করেছেন ডানহাতি ব্যাটার। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮ ইনিংস খেলে ২৯২ রান করেছেন এখনও পর্যন্ত। ওয়ান ডে ক্রমতালিকায় ৬ রেটিং পয়েন্ট পেছনে রয়েছেন তিনি গিলের তুলনায়। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কুইন্টন ডি কক ও চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ডি ককের ঝুলিতে রয়েছে চলতি বিশ্বকাপে চারটি শতরান সহ ৫৪৩ রান। অন্যদিকে বিরাটের ঝুলিতে রয়েছে দুটো শতরান।
বোলারদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এশিয়া কাপের ফাইনালে বিধ্বংসী স্পেলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিয়েছিলেন। এরপর চলতি বিশ্বকাপে (World Cup 2023) তাঁর বল হাতে ম্যাজিক দেখা গিয়েছে পাওয়ার প্লে থেকে ডেথ ওভার সবেতেই। দলের চায়নাম্যান স্পিনার কুলদী যাদবও রয়েছেন তালিকায়। তিনি তিনধাপ এগিয়ে চারে উঠে এসেছেন। যশপ্রীত বুমরাও তিনধাপ এগিয়ে আটে উঠে এসেছেন বোলারদের ক্রমতালিকায়। গত সপ্তাহে ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে থাকা শাহিন আফ্রিদি এই সপ্তাহে চারধাপ নীচে নেমে পাঁচে চলে এসেছেন। জস হ্যাজেলউডের সঙ্গে একই ক্রমতালিকায় রয়েছেন তিনি।
ভারতীয় দল বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে। যার পেছনে দলের প্রত্য়েক ব্যাটার ও বোলারের অবদান রয়েছে। প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে শেষবার ২০১১ সালে বিশ্বকাপ খেলতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। এবারও তাঁদের সামনে সুযোগ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার।