(Source: ECI/ABP News/ABP Majha)
ENG vs AUS, 1 Innings Highlight: চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া অল আউট ১২৫ রানে
ICC T20 WC 2021,ENG vs AUS: প্রথমার্ধে দাপট দেখালেন ইংরেজ বোলাররা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেল মাত্র ১২৫ স্কোরে। ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র অ্যারন ফিঞ্চ।
দুবাই: ভারত-পাকিস্তান দ্বৈরথের মতোই ঝাঁঝ মালুম হয় এই দুই দেশের লড়াইয়ে। ফি বছর অ্যাশেজ সিরিজে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ে না। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মুখোমুখি হয়েছিল সেই অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ড (England)। যে ম্যাচে প্রথমার্ধে দাপট দেখালেন ইংরেজ বোলাররা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেল মাত্র ১২৫ স্কোরে।
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দিতেই যেন শুরু থেকে বল হাতে দাপট দেখাতে থাকেন ইংরেজ বোলাররা। অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় ওভারেই বিধ্বংসী ডেভিড ওয়ার্নারকে (১) ফিরিয়ে ধাক্কা দেন ক্রিস ওকস। পরের ওভারেই ক্রিস জর্ডানের বলে ফেরেন স্টিভ স্মিথ (১)। রান পাননি গ্লেন ম্যাক্সওয়েলও (৬)। একটা সময় মাত্র ২১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র অ্যারন ফিঞ্চ। অজি অধিনায়ক করলেন ৪৯ বলে ৪৪ রান। শেষ দিকে চালিয়ে খেলে অস্ট্রেলিয়াকে ১২৫ রানে পৌঁছে দেন প্যাট কামিন্স (৩ বলে ১২ রান) ও মিচেল স্টার্ক (৬ বলে ১৩ রান)।
ক্রিস জর্ডান ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট টাইমাল মিলস ও ক্রিস ওকসের। আদিল রশিদ ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে এক উইকেট নেন।
আরও পড়ুন: শামি ভারতকে প্রচুর ম্য়াচ জিতিয়েছে, ধর্ম নিয়ে আক্রমণ নৃশংস, তীব্র নিন্দা কোহলির
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল তেম্বা বাভুমার দল। ২০ ওভারে ১৪২ রানে আটকে যায় শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরে কুইন্টন ডি'কক ১০ বলে ১২ রান করে আউট হয়ে যান। তবে বাভুমা মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন ৪৬ বলে ৪৬ রান করে আউট হন তিনি।
শেষ ২ ওভারে দক্ষিণ আফ্রিকার ম্যাচ জেতার জন্য দরকার ছিল ২৫ রান। ডেভিড মিলার (১৩ বলে অপরাজিত ২৩ রান) ও কাগিসো রাবাডা (৭ বলে অপরাজিত ১৩ রান) এক বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ম্যাচের সেরা হয়েছেন শামসি। গ্রুপ ওয়ানে ২ ম্যাচ জিতে তিন ম্যাচের শেষে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। গ্রুপের প্রথম দুই দল যাবে সেমিফাইনালে। শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারের লড়াইয়ে রইল দক্ষিণ আফ্রিকা।