BANG vs OMN, Match Highlights: ২৬ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড়ে রইল বাংলাদেশ
ICC T20 WC 2021, BANG vs OMN: নিজেদের শেষ ম্যাচ জিততে হবে মাহমাদুল্লাহদের। পাশাপাশি অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের জন্য। তবেই মিলতে পারে মূল পর্বের টিকিট।
আল আমিরাত: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও রয়েছে ধন্দ। যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজয় খাদের কিনারায় নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। তবে মঙ্গলবার ওমানকে ২৬ রানে হারিয়ে মূল পর্বের দৌড়ে রইল টাইগারেরা। নিজেদের শেষ ম্যাচ জিততে হবে মাহমাদুল্লাহদের। পাশাপাশি অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের জন্য। তবেই মিলতে পারে মূল পর্বের টিকিট।
বাংলাদেশকে কি দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে? বাংলাদেশের ক্রিকেটভক্তদের রক্তচাপ আরও বাড়িয়ে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচেও বড় জয় ছিনিয়ে নিয়েছিল স্কটল্যান্ড। পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে দিয়েছেন কাইল কোয়েৎজাররা। তার পরই আরও জোরাল হয়েছিল বাংলাদেশ মূল পর্বের যোগ্যতা পাবে কি না, সেই প্রশ্ন।
মঙ্গলবার যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যে ম্যাচে মাহমাদুল্লাহদের ১৫৩ রানে অল আউট করে দিয়েছিল ওমান। ১৫৪ রান তুলে ওমান ম্যাচ জিতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ওমানের শুরুটা ভাল হয়েছিল। একটা সময়ে ১১.১ ওভারে ২ উইকেটে ৮১ রান তুলে ফেলেছিল ওমান। তবে শেষ পর্যন্ত প্রত্যাঘাত করেন বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ১২৭/৯ স্কোরে আটকে যায় ওমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি দল অংশ নেবে। যার মধ্যে আইসিসি ক্রমপর্যায়ে থাকা প্রথম আট দল সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে। বাকি চারটি জায়গার জন্য লড়াই করছে আট দল। যে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল মূলপর্বে খেলবে।
গ্রুপ বি-তে রয়েছে স্কটল্যান্ড, ওমান, বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি। মঙ্গলবার পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে কার্যত মূল পর্বে পৌঁছে গেল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। ২ ম্যাচের শেষে ৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে স্কটল্যান্ড। তাদের শেষ ম্যাচ বাকি ওমানের সঙ্গে। সেই ম্যাচে হেরে গেলেও মূল পর্বে যেতে সমস্যা হওয়ার কথা নয় স্কটল্যান্ডের। কারণ, দুই ম্যাচ জেতায় তাদের রান রেট ভাল।