এক্সপ্লোর
Advertisement
PV Sindhu: পিভি সিন্ধু-ভেঙ্কট দত্তর সম্পত্তির পরিমাণ কত জানেন? অঙ্কটা শুনলে আপনারও চোখ কপালে উঠবে
PV Sindhu And Venkat Datta: সিন্ধু ব্যাডমিন্টনে ভারতের এক নম্বর আইকন। রিওর পর প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন। রাজস্থানের উদয়পুরে রিসেপশনের আয়োজন করা হয়েছিল।
নবদম্পতি সিন্ধু ও ভেঙ্কট
1/8

পিভি সিন্ধু বিয়ের পিঁড়িতে বসেছেন কিছুদিন আগেই। দীর্ঘদিনের বন্ধু ভেঙ্কট দত্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
2/8

সিন্ধু ব্যাডমিন্টনে ভারতের এক নম্বর আইকন। রিওর পর প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন। রাজস্থানের উদয়পুরে রিসেপশনের আয়োজন করা হয়েছিল।
3/8

সিন্ধু ও ভেঙ্কটের আর্থিক সম্পত্তির পরিমাণ কত জানেন? অঙ্কটা শুনলে আপনারও চোখ কপালে উঠবে।
4/8

সূত্র বলছে পিভি সিন্ধুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। আয়ের নিরিখে মহিলা অ্য়াথলিটদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন তিনি।
5/8

দেশ বিদেশে একাধিক চ্যাম্পিয়নশিপ জেতা ছাড়াও সিন্ধু এই মুহূর্তে একাধিক পন্যের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর। সেখান থেকেও মোট টাকা পান সিন্ধু।
6/8

মেবিলাইন, ব্যাঙ্ক অফ বঢোদরা ও এশিয়ান পেইন্টস সহ আরও অনেকগুলো পন্য়ের সঙ্গে জড়িয়ে আছেন সিন্ধু। ইনস্টাগ্রামে ৪ মিলিয়ন ফলোয়ারও আছে তাঁর।
7/8

সিন্ধুর স্বামী ভেঙ্কট দত্ত পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায়
8/8

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে নবদম্পতিকে উপহার দেওয়া হয়েছে রুপোর স্মারক। তাতে বাই-এর লোগো খোদাই করা আছে।
Published at : 26 Dec 2024 09:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং





















