WI vs BANG, 1 Innings Highlight: পুরান-হোল্ডারের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু টার্গেট ওয়েস্ট ইন্ডিজের
ICC T20 WC 2021, WI vs BANG: বাংলাদেশের পেসারদের দাপটে ব্যর্থ ক্যারিবিয়ান টপঅর্ডার
শারজা : জেসন হোল্ডারের ৫ বলে ঝোড়ো ১৫। আর ইনিংসের শেষপর্বে তাঁর যে কামালের সুবাদেই বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু স্কোর খাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। শারজায় নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ।
বাংলাদেশের পেসার মেহেদি হাসান (২/২৭) ও মুস্তাফিজুর রহমানের (২/৪৩) দাপটে সেভাবে ক্রিজে দাঁতই ফোটাতে পারেনি ক্যারিবিয়ান টপঅর্ডার। ক্রিস গেল (৪), ইভান লিউইস (৬), সিমরণ হেটমায়ার (৯) ব্যর্থ হন। রোস্টন চেজের (৩৯) একপ্রান্ত আগলে চালানো লড়াইয়ে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক কিয়েরন পোলার্ড (১৪), আন্দ্রে রাসেলরাও (০)। যদিও নিকোলাস পুরানের (৪০) সঙ্গে ইনিংস থিতু করেন চেজ। ২২ বলে ১টি চার ও ৪টি ছক্কার ঝোড়ো ইনিংস খেলেন পুরান। ৫৭ রানে মূল্যবান পার্টনারশিপ জোড়েন দুই ব্যাটসম্যান। যদিও সরিফুল ইসলাম (২/২০) দুই সেট ব্যাটসম্যানকেই সাজঘরে ফেরান।
View this post on Instagram
পুরান-চেজের গড়া ভিত্তিতে অবশ্য শেষপর্বে ৫ বলে ২ টি ছক্কার সাহায্যে ১৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর লড়াকু ১৪২ রানে পৌঁছে দেন জেসন হোল্ডার।