ICC T20 World Cup 2021 Groups: টি ২০ বিশ্বকাপে দু'বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান
একই গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানকে
![ICC T20 World Cup 2021 Groups: টি ২০ বিশ্বকাপে দু'বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান ICC T20 World Cup 2021 Groups Announced India and Pakistan placed in Group 2 of Super 12s ICC T20 World Cup 2021 Groups: টি ২০ বিশ্বকাপে দু'বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/16/8e64817f985cb65ab6c12460192cf092_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আসন্ন টি ২০ বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের ঘোষণা করা হল। একই গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানকে। ২ বছর পর ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। টি-২০ ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।২ নম্বর গ্রুপে রাখা হয়েছে দুটি দলকে।
১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর টি-২০ ওয়ার্ল্ড কাপের খেলা হবে। এবার আরব আমিরশাহি ও ওমানে খেলা হবে টি-২০ ওয়ার্ল্ড কাপ।
আসন্ন টি ২০ বিশ্বকাপের দলগুলি দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ১-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিজ উইনার গ্রুপ এ, রানার আপ গ্রুপ বি
গ্রুপ ২-ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রানার আপ গ্রুপ এ, উইনার গ্রুপ বি।
আইসিসি কর্তৃক গ্রুপের বিন্যাস ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।
এর আগে ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে।
গত টি ২০ বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়েছিল। ওই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশও। ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক মহলে আগ্রহের কথা মাথায় রেখে এবারও দুটি দলকে একই গ্রুপে রাখা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে টি ২০ বিশ্বকাপ এবার ভারত থেকে সরে গিয়ে হবে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত - দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানে টি ২০ বিশ্বকাপের খেলা হবে।
সুপার ১২-এ রয়েছে দুটি গ্রুপ, যেখানে ছয়টি দলকে রাখা হয়েছে। রাউন্ড ওয়ানে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।গ্রুপ এ-র জয়ী ও গ্রুপ বি-র রানার আপ দল টি ২০ বিশ্বকাপের গ্রুপ এ-তে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, গ্রুপ বি-র জয়ী ও গ্রুপ এ-র রানার আপ গ্রুপ ২-তে খেলবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)