T20 World Cup 2022 AUS vs NZ: টস জিতে কিউয়িদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ফিঞ্চের, অজি একাদশে নেই স্মিথ
AUS vs NZ: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-তে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে নিউজিল্য়ান্ড। দ্বিতীয় ম্যাচে নামবে ইংল্যান্ড-আফগানিস্তান।
সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার ১২ শুরু হয়ে গেল। প্রথম ম্য়াচে আয়োজক অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া (Australia Cricket Team) অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। তবে চমকপ্রদভাবে দলের একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ তারকা ব্য়াটার স্টিভ স্মিথ। ম্যাচের ফাঁকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও খেলার আগেও বৃষ্টি হয়েছে। তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি অজি অধিনায়ক।
অস্ট্রেলিয়া এদিন তাঁদের ঘরের মাঠে তিন পেসার নিয়ে নেমেছে মাঠে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড। এছাড়া একজন স্পিনার হিসেবে দলে রয়েছেন অ্যাডাম জাম্পা। অলরাউন্ডার হিসেবে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিস। টপ অর্ডারে ওপেনে ওয়ার্নারের সঙ্গী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। একাদশে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামলেন সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড ক্রিকেট টিম অবশ্য একাদশে খেলিয়েছেন ফিন অ্যালেন ও মার্ক চাপম্যানকে। ডেভন কনওয়ের সঙ্গে ওপেনিংয়ে নামবেন বিধ্বংসী অ্য়ালেন। মিডল অর্ডারে তেমন কোনও চমক নেই আর। ৩ পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনকে নিয়ে খেলছে কিউয়িরা। এক স্পিনার মিচেল স্যান্টনার।
উল্লেখ্য, শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে পাঁচ উইকেট ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে।
সুপার ১২-এ গ্রুপ ১ প্রথম রাউন্ডের গ্রুপ 'এ'-র শীর্ষে শেষ করা দল ও গ্রুপ 'বি'-র দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের জায়গা পাকা করেছে। গ্রুপ ২-এ ঠিক উল্টো। গ্রুপ 'বি'-এর শীর্ষস্থানে শেষ করা দল ও 'এ'-র দ্বিতীয় স্থানে শেষ করা দল এই গ্রুপে নিজেদের জায়গা পাকা করল। এই গ্রুপ ২-এই আছে ভারতীয় দল। তাদের গ্রুপে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস যোগ দিল। অপরদিকে গ্রুপ ১-এ শ্রীলঙ্কা ও আয়ার্ল্যান্ড নিজেদের জায়গা পাকা করেছে।