AUS VS NZ, Match Highlights: প্রথম ম্য়াচেই হার গত বারের চ্যাম্পিয়নদের, অজিদের বিরুদ্ধে ৮৯ রানে জিতল নিউজিল্যান্ড
AUS VS NZ: নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। বল হাতে সাউদি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন।
সিডনি: বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২-র প্রথম ম্যাচেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত করল গত বারের রানার্স আপ নিউজিল্যান্ড (AUS vs NZ)। নিউজিল্যান্ডের ২০০ রানের জবাবে মাত্র ১১১ রানেই অল আউট হয়ে গেল অজিরা। নিউজিল্যান্ডের ম্যাচের নায়ক ডেভন কনওয়ে ও টিম সাউদি।নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। বল হাতে সাউদি মাত্র ছয় রানের বিনিময়ে তিন উইকেট নেন।
শুরু থেকেই কিউয়ি দাপট
নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। বল হাতে সাউদি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু বোলাররা অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারলেন না। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কিউয়িদের ডানহাতি ওপেনার ফিন অ্যালেন। মার্টিন গাপ্তিলের বদলে তাঁকে খেলানো হয়েছিল প্রথম একাদশে। সেই সুযোগের একেবার সদ্বব্য়বহার করলেন অ্যালেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
১৬ বলে ঝোড়ো ৪২ রানের ইনিংস খেলেন ফিন অ্যালেন। ডেভন কনওয়ে অন্যদিকে ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ২টাে ছক্কা হাঁকান। অপরাজিত থেকে যান তিনি। কেন উইলিয়ামসন ২৩ রানের ইনিংস খেলেন। অন্য়দিকে জিমি নিশাম ২টো ছক্কার সাহায্যে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিন উইকেটে ২০০ রান তোলে কিউয়িরা। অজিদের হয়ে কোনও বোলারই রানের গতি রুখতে পারেননি। জস হ্যাজেলউড দুই উইকেট নিলেও ৪১ রান খরচ করেন। অ্যাডাম জাম্পা নেন একটি উইকেট।
কিউয়ি বোলারদের দাপট
২০১ রানের লক্ষ্য একেবারেই সহজ নয়। এই রান তাড়া করতে ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের শুরুটা ভাল করার প্রয়োজন ছিল। তবে কিছুটা দুর্ভাগ্যজনকভাবেই প্লেডঅন হন ওয়ার্নার (৫)। ফিঞ্চ (১৩), মিচেল মার্শও (১৬) বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। ৫০ রানেই চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল কিছুটা লড়াই করার চেষ্টা করেন বটে। তবে তাছাড়া তেমন কেউ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ম্যাক্সওয়েল ২৮ ও কামিন্স ২১ রান করেন। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে ১১১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। সাউদি তিন, স্যান্টনার তিন ও ট্রেন্ট বোল্ট দুইটি উইকেট নেন।
আরও পড়ুন: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে ভারত? হিটম্যান কী বলছেন?