আইসিসি তালিকায় বাবরের সেরা টি-২০ ব্যাটসম্যানের মুকুট ছিনিয়ে নিলেন মালান
তাঁর ব্যাটিংয়ের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড...
![আইসিসি তালিকায় বাবরের সেরা টি-২০ ব্যাটসম্যানের মুকুট ছিনিয়ে নিলেন মালান ICC T20I Rankings Batting England's Dawid Malan snatches top spot held by Pakistan's Babar Azam আইসিসি তালিকায় বাবরের সেরা টি-২০ ব্যাটসম্যানের মুকুট ছিনিয়ে নিলেন মালান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/10191438/dawid-malan-england.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: টি-২০ ক্রিকেটে ব্য়াটসম্যানদের মান অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বশেষ যে ক্রমতালিকা তৈরি করেছে ,তাতে পাকিস্তানের বাবর আজমের সেরা ব্যাটসম্যানের তকমা ছিনিয়ে নিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান দাভিদ মালান।
৩৩ বছর বয়সি মালান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খুব ভালো ফর্মে ছিলেন। তিনটি ম্যাচে মালান রান করেছেন যথাক্রমে ৬৬, ৪৪ এবং ২১। বাবরের থেকে আট পয়েন্ট বেশি তাঁর।
তাঁর ব্যাটিংয়ের জোরে ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। গত নভেম্বরে ইয়র্কশায়ারের ব্যাটসম্যান মালান আইসিসি তালিকায় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু এবার আট পয়েন্ট বেশি পেয়ে তিনি পিছনে ফেলে দিলেন বাবর আজমকে।
তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চলতি সিরিজে তিনি ১২৫ রান করেছেন। নিজেদের র্যাঙ্ক বাড়িয়ে নিতে পেরেছেন জনি বেয়ারস্টো এবং জোস বাটলার-ও।
জনি এখন তালিকায় স্থান পেয়েছেন ১৯-তম সেরা ব্যাটসম্যান হিসেবে, যা তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা। আবার বাটলার ৪০তম স্থান থেকে তালিকায় উঠে এসেছেন ২৮ নম্বরে। দুটি ম্যাচে তাঁর সংগ্রহ ১২১ রান।
ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজে ২-০ পিছিয়ে গিয়ে দল হিসেবে টি-২০ সেরার তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ফের তালিকায় প্রথম স্থান তারা ফিরে পেয়েছে।
শুক্রবার থেকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন সকলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)