এক্সপ্লোর
টি-২০ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন রাহুল
বোলারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় নেই। ১২ নম্বরে জসপ্রীত বুমরাহ।

ফাইল ছবি
নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-২০ র্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের। তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এক নম্বরে পাকিস্তানের বাবর আজম। তিন নম্বরে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তাঁর সঙ্গে রাহুলের রেটিংয়ের ফারাক মাত্র ৩। বিরাট কোহলি ও রোহিত শর্মা যথাক্রমে ১০ ও ১১ নম্বরে। বোলারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় নেই। ১২ নম্বরে জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নেওয়ার সুবাদে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাশটন আগর। তাঁর আগে সতীর্থ অ্যাডাম জাম্পা। শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে আফগানিস্তানেরই মুজিব-উর-রহমান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















