এক্সপ্লোর
আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতি লসিথ মালিঙ্গার, এবারও প্রথম দশে নেই বিরাট কোহলি
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৫ উইকেট নেন মালিঙ্গা।
![আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতি লসিথ মালিঙ্গার, এবারও প্রথম দশে নেই বিরাট কোহলি ICC T20I Rankings, Malinga Jumps 20 Places, Kohli Yet To Make Into Top 10 আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতি লসিথ মালিঙ্গার, এবারও প্রথম দশে নেই বিরাট কোহলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/09/07192053/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের শেষ ম্যাচে চার বলে চার উইকেট নেওয়ার সুবাদে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতি করলেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা। তিনি এখন বোলারদের মধ্যে ২১ নম্বরে। শীর্ষে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার ৬ ধাপ উন্নতি করে এখন পাঁচ নম্বরে। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কুলদীপ যাদব প্রথম দশে আছেন। তিনি এখন আট নম্বরে।
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৫ উইকেট নেন মালিঙ্গা। প্রথম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে পরপর চার বলে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর পঞ্চম হ্যাটট্রিক। পুরুষদের টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটও নিয়েছেন এই ডানহাতি পেসার।
ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে আছেন পাকিস্তানের বাবর আজম। ভারতের লোকেশ রাহুল ও রোহিত শর্মা যথাক্রমে ৭ ও ৯ নম্বরে আছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি আছেন ১২ নম্বরে। তিনি একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকলেও, এবারও টি-২০-তে প্রথম দশে ঢুকতে পারলেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)