U19 WC Final 2022: কাল যুব বিশ্বকাপের ফাইনাল, যশদের ধূলদের মূল্যবান পরামর্শ বিরাটের
U19 WC Final 2022: প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির মূল্যবান টিপস নিয়ে নিল যুবরা। ২০০৮ সালে বিরাটের নেতৃত্বে দ্বিতীয় বারের জন্য় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।
আমদাবাদ: আগামীকাল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে যুব ভারতীয় দল। যশ ধূলের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। আর তার আগে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির মূল্যবান টিপস নিয়ে নিল যুবরা। ২০০৮ সালে বিরাটের নেতৃত্বে দ্বিতীয় বারের জন্য় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। আগামীকাল আরও একবার বিশ্বজয়ের সুযোগ থাকছে যুব ভারতীয় দলের সামনে।
এই মুহূর্তে যুব দল যেখানে বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত। সেখানে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে আমদাবাদে রয়েছে সিনিয়র ভারতীয় দল। সেখান থেকেই জুম কলে বিরাট কথা বললেন যশ ধূল, রাজবর্ধন হাঙ্গারগেকর ও কৌশল তাম্বেদের সঙ্গে। সেখানেই তিনি কথা বলেন ফাইনালের প্রস্ততি নিয়ে। যুব দলকে শুভেচ্ছাও জানান বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের কথা ও বার্তা শুনে বেশ খুশি যুব দলের ক্রিকেটাররা। কৌশ তাম্বে নিজের সোশ্য়াল মিডিয়ায় স্ট্যাটাসে বিরাটের সঙ্গে জুম কলের সময়ের একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, "কিছু গুরুত্বপূর্ণ টিপস কিংবদন্তী ক্রিকেটারের থেকে।'' জুম কলে যুব দলের কোচ হৃষিকেশ কানিতকরও ছিলেন।
সেমিফাইনালে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ ধূল। ওপেনিংয়ে নেমেছিলেন আংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। কিন্তু কেউই বেশি রান করতে পারেননি। প্রথমজন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক যশ ধূল ও সহ অধিনায়ক শাইক রশিদ। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করেন তিনি। ১০৮ বলে ৯৪ রান করেন শাইক রশিদ। এরপর লোয়ার অর্ডারে নিশান্ত সিন্ধু ও দীনেশ বানা মিলে দলের স্কোর ২৯০ এ পৌঁছে দেন।
জবাবে, ভারতীয় বােলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারল না অজি ব্য়াটাররা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন ভিকি ওস্টওয়াল। ২ টো করে উইকেট নেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন আংক্রিশ রঘুবংশী ও কৌশল তাম্বে।