এক্সপ্লোর
Advertisement
ভারত ভাগ্যবান, ড্রেসিংরুমে ধোনি আছে, বলছেন লক্ষ্মণ
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্থর ব্যাটিং করায় সমালোচনার মুখে পড়েন ধোনি।
বার্মিংহ্যাম: বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়ালেন ভিভিএস লক্ষ্মণ। এই প্রাক্তন ক্রিকেটারের মতে, ভারতীয় দল অত্যন্ত ভাগ্যবান যে ড্রেসিংরুমে ধোনির মতো একজন আছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি চলতি বিশ্বকাপে সেরা খেলা খেলতে পারছেন না বলেও মনে করেন লক্ষ্মণ।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্থর ব্যাটিং করায় সমালোচনার মুখে পড়েন ধোনি। তবে লক্ষ্মণ বলেছেন, ‘ধোনি সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ও সবসময় খেলার বিষয়ে সচেতন। ধোনি এমন একজন ক্রিকেটার, যে তরুণদের সঙ্গে নিজের জ্ঞান ভাগ করে নেয়। ধোনির সঙ্গে কথা বলে শুধু ব্যাটসম্যানরাই নয়, বোলাররাও লাভবান হয়। ভারতীয় দল ভাগ্যবান যে ড্রেসিংরুমে ধোনি আছে।’
বিরাট সম্পর্কে লক্ষ্মণ বলেছেন, ‘খুব বেশি এগিয়ে ভাবা সম্ভব নয়। প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিতে হবে। বোলারদের উপর বিরাট কোহলির আস্থা আছে দেখে ভাল লাগছে। আমার মনে হয়, বিরাট এখনও পর্যন্ত নিজের দক্ষতার ৭০ শতাংশ খেলতে পেরেছে। ও আরও ভাল খেলতে পারে। তবে নিজের দক্ষতার ৭০ শতাংশ দেওয়া সত্ত্বেও ও ভারতীয় দল যেভাবে পরপর ম্যাচ জিতে চলেছে, সেটা দেখে ভাল লাগছে।’
ভারতীয় দল প্রসঙ্গে লক্ষ্মণ বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের হাতে অনেক বিকল্প আছে। বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্যাট হাতে ওর পারফরম্যান্স ভাল হয়নি। দীনেশ কার্তিক অভিজ্ঞ খেলোয়াড়। ঋষভ পন্থ বাঁ হাতি ব্যাটসম্যান। শিখর ধবন চোট পাওয়ার পর ঋষভকে দলে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট কখন কোন খেলোয়াড়কে সুযোগ দেবে, সেটা দেখতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement