Ind vs NZ: নিউজিল্যান্ডকে ৮ উইকেটে দুরমুশ করে বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা
Women's Under-19 T20 World Cup: নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে ৮ উইকেটে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল ভারত। আর এক ম্যাচ জিতলেই ট্রফির স্বাদ পাবে টিম ইন্ডিয়া।
পোচেস্ট্রুম: অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট (U19 Womens T20 WC) ভারতের মেয়েদের। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে ৮ উইকেটে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল ভারত। আর এক ম্যাচ জিতলেই ট্রফির স্বাদ পাবে টিম ইন্ডিয়া।
পোচেস্ট্রুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শেফালি বর্মা। শুক্রবারের সেমিফাইনালের আগে পর্যন্ত চলতি টুর্নামেন্টে দু ম্যাচে রান তাড়া করেছে ভারত। দুবারই জিতে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়াই। সেই কারণেই হয়তো প্রতিপক্ষকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন শেফালি।
টসের আগেই ভারতীয় শিবিরের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠান মহিলাদের ক্রিকেটে কিংবদন্তি ঝুলন গোস্বামী। বাংলার সদ্য প্রাক্তন পেসার ট্যুইট করেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালের জন্য অনেক শুভেচ্ছা রইল। নিজেদের সেরাটা দাও আর প্রাণবন্ত ক্রিকেট খেল'।
ম্যাচে দেখা গেল, শুরু থেকেই যেন প্রাণোচ্ছ্বল ক্রিকেট খেললেন ভারতীয় মহিলারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই অ্যানা ব্রাউনিংয়ের উইকেট তুলে নেন মন্নত কাশ্যপ। পরের ওভারের প্রথম বলে এমা ম্যাকলিডকে ফিরিয়ে দেন তিতাস সাধু। ২.১ ওভারে ৫/২ হয়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ১০৭/৯ স্কোরে আটকে যায় নিউজিল্যান্ড।
View this post on Instagram
ভারতের হয়ে বল হাতে সফল পার্শ্বভী চোপড়া। মাত্র ২০ রানে ৩ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন তিতাস সাধু, মন্নত কাশ্যপ, শেফালি বর্মা ও অর্চনা দেবী।
#TeamIndia march into the Finals of the #U19T20WorldCup.
— BCCI Women (@BCCIWomen) January 27, 2023
They become the first team to reach the finals of the inaugural #U19T20WorldCup 💪💥👏
Way to go #WomenInBlue! pic.twitter.com/4H0ZUpghkA
রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। মাত্র ১০ রান করে ফেরেন অধিনায়ক শেফালি বর্মা। ভারতের স্কোর দাঁড়ায় ৩৩/১। তবে অপর ওপেনার শ্বেতা শেরাওয়াত ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার। তিনি শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। দলকে ম্যাচ জিতিয়ে বেরন তিনি। ২৬ বলে ২২ রান করেন সৌম্যা তিওয়ারি। ১৪.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পার্শ্বভী।