এক্সপ্লোর
Advertisement
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জয়, মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া
রবিবার পঞ্চম খেতাবের লক্ষ্যে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, প্রথমবার ফাইনালে ওঠা ভারত অধরা খেতাব দখলে নেওয়ার চেষ্টা করবে।
সিডনি: এবারের মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে যে দু’টি দল খেলেছিল, ফাইনালেও তারাই মুখোমুখি হচ্ছে। আজ বৃষ্টির জন্য প্রথম সেমি-ফাইনাল ম্যাচে এক বলও খেলা না হওয়ায় গ্রুপের শীর্ষে থাকার সুবাদে ইংল্যান্ডকে টপকে ভারতই ফাইনালে পৌঁছে যায় ভারত। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হলেও, দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচটি অবশ্য হয়। সেই ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। রবিবার পঞ্চম খেতাবের লক্ষ্যে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, প্রথমবার ফাইনালে ওঠা ভারত অধরা খেতাব দখলে নেওয়ার চেষ্টা করবে।
আজ বৃষ্টির জন্য দ্বিতীয় সেমি-ফাইনাল দেরিতে শুরু হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ইনিংসের নির্ধারিত ২০ ওভারই খেলা হয়। ৫ উইকেটে ১৩৪ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মেগ ল্যানিং। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর ফের বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। শেষপর্যন্ত বৃষ্টি থামার পর ওভার সংখ্যা কমিয়ে ১৩ করার পর ফের খেলা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার সংশোধিত টার্গেট হয় ৯৮। লরা ইলভার্ট (৪১ অপরাজিত) জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু ১৩ ওভারে ৫ উইকেটে ৯২ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement