Womens T20 WC 2023 Schedule: মহিলাদের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু ভারতের
Womens T20 WC 2023: আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
দুবাই: পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (Womens T20 WC 2023 Schedule) ভারতের অভিযান শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারত প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি। কেপ টাউনে।
ভারতকে রাখা হয়েছে গ্রুপ টুয়ে। সেখানে হরমনপ্রীত কৌরদের সঙ্গে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ার্ল্যান্ড। গ্রুপ ওয়ানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন তথা গতবারের ট্রফিজয়ী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বাংলাদেশ ও আয়ার্ল্যান্ড যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে মূল পর্বে উঠে এসেছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দুই গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
ভারতের সূচি:
ভারত বনাম পাকিস্তান, ১২ ফেব্রুয়ারি, কেপ টাউন
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৫ ফেব্রুয়ারি, কেপ টাউন
ভারত বনাম ইংল্যান্ড, ১৮ ফেব্রুয়ারি, পোর্ট এলিজাবেথ
ভারত বনাম আয়ার্ল্যান্ড, ২০ ফেব্রুয়ারি, পোর্ট এলিজাবেথ
View this post on Instagram
টুর্নামেন্টের দুই সেমিফাইনাল হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। দুই ম্যাচই হবে কেপ টাউনে। তবে দুটি সেমিফাইনালের রিজার্ভ ডে রাখা হচ্ছে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। ২৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালেও রাখা হয়েছে রিজার্ভ ডে। ২৬ ফেব্রুয়ারি ম্যাচ কোনও কারণে শেষ করা না গেলে ২৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
আরও পড়ুন: বিধ্বংসী ইনিংস বাংলার রিচার, বৃষ্টির কাঁটা উপড়ে এশিয়া কাপে মালয়েশিয়াকে হারাল ভারত