এক্সপ্লোর
মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড
বৃহ্স্পতিবারও সিডনিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেমি-ফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে খেলা যদি ভেস্তে যায়, তাহলে গ্রুপের শীর্ষে থাকার সুবাদে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে।
![মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড ICC Women's T20 World Cup: India To Play England In Semis After SA-WI Game Gets Washed Out মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/03233028/Team-India-Women.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
সিডনি: গ্রুপ এ-র চারটি ম্যাচই জিতে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে আগেই উঠে গিয়েছিল ভারত। আজ ঠিক হল শেষ চারের লড়াইয়ে হরমনপ্রীত কউরদের প্রতিপক্ষ। গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থেকে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার ফলে দু’দলই এক পয়েন্ট করে পায়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৬। গ্রুপ এ-তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার।
বৃহস্পতিবারই দু’টি সেমি-ফাইনাল হবে। প্রথম ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি শুরু হওয়ার কথা ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে নটা থেকে। দ্বিতীয় সেমি-ফাইনাল শুরু হওয়ার কথা ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা থেকে। বৃহ্স্পতিবারও সিডনিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেমি-ফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে খেলা যদি ভেস্তে যায়, তাহলে গ্রুপের শীর্ষে থাকার সুবাদে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)