এক্সপ্লোর
Advertisement
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ৩৪ রানে হারাল শ্রীলঙ্কা
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, মাঝপথে পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানিস্তান।
কার্ডিফ: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৪ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর আজ দারুণ প্রত্যাবর্তন ঘটাল দিমুথ করুণারত্নের দল। ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদীপ। অন্যদিকে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরে গেল আফগানিস্তান।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক গুলাবদিন নইব। শ্রীলঙ্কার ইনিংসে একাধিকবার বিঘ্ন ঘটায় বৃষ্টি। শেষপর্যন্ত ৩৬.৫ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা (৭৮) ছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। আফগানিস্তানের হয়ে মহম্মদ নবি ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, মাঝপথে পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানিস্তান। গুলাবদিন (২৩) ও নাজিবুল্লাহ জর্দানের (৪৩) জুটি দলকে লড়াইয়ে ফেরালেও, তাঁরা আউট হয়ে যাওয়ার পরেই আফগানদের জয়ের আশা শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গা ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement