Rohit Sharma : 'ভরসা না রাখলে তো...' শ্রেয়সের প্রশংসা রোহিতের
ODI World Cup 2023 : শতরান ফসকালেও ৮৭ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন ভারতের চার নম্বর ব্যাটার। চলতি বিশ্বকাপে ২৯৩ রান করে ফেলেছেন শ্রেয়স আইয়ার।
কলকাতা : ইডেন গার্ডেন্সে জন্মদিনে নজির ছুঁয়ে শিরোনামে বিরাট কোহলি (Virat Kohli)। একদিনের ক্রিকেটে সর্বাধিক ৪৯ তম শতরান করে সচিন তেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা। বিরাট-বিক্রমের পর বল হাতে রবীন্দ্র জাদেজার (Ravidra Jadeja) ঘূর্ণিতে কুপোকাত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ওডিআই ক্রিকেটে রেকর্ড ২৪৩ রানের সবথেকে বড় ব্যবধানে ভারতের কাছে হারতে হয়েছে তাঁদের।
স্বাভাবিক কারণেই প্রশংসিত হচ্ছেন। কোহলি, জাদেজা। তাঁদের প্রশংসার পাশাপাশি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মুখে আরও একজনের নাম। শ্রেয়স আইয়ার। শতরান ফসকালেও ৮৭ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন ভারতের চার নম্বর ব্যাটার। একসময় রোহিত ও গিল আউট হয়ে যাওয়ার পর কঠিন হয়ে দাঁড়িয়েছিল রান তোলার কাজ। ইডেনের পিচে ঘূর্ণির সাহায্য নিয়ে ভারতীয় ব্যাটারদের আটকে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। সেই সময় উইকেট না খুইয়ে ক্রিজে টিকে থেকে থিতু হওয়াই ছিল আসল কাজ।
কঠিন সময়টা ক্রিজে কাটিয়ে বিরাট কোহলির সঙ্গে ভারতীয় দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান শ্রেয়স (Sreyas Aiyer)। যে প্রসঙ্গে রোহিত বলেছেন, 'ভরসার যোগ্য প্রতিদান না দিতে পারলেও আস্থা তো রাখতেই হবে। রোজ কারোর পক্ষেই খেলা সম্ভব নয়, কিন্তু আজকের মতো দিনগুলো ভরসার সুবাদেই আসে।' প্রসঙ্গত, ম্যাচের শেষে রোহিত শর্মা ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রশংসা শোনা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের মুখেও।
শ্রেয়স ম্যাচ শেষে জানিয়েছেন, একসময় অধৈর্য হয়ে পড়ছিলাম শট খেলতে না পেরে। সেই সময়ই ড্রেসিংরুম থেকে বার্তা আসে, কঠিন সময়টা ক্রিজে কাটানোর দিকে খেয়াল রাখ। রান ঠিক আসবে। ক্রিজে টিকে থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাও। যে বার্তা পেয়ে ইনিংস গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য হয়েছে বলেও জানান শ্রেয়স।
শতরান না পেলেও গত শ্রীলঙ্কা ম্যাচ ও তারপর দক্ষিণ আফ্রিকা ম্যাচে জোড়া অর্ধশতরান হাঁকিয়েছেন শ্রেয়স। বিশ্বকাপের শুরুর দিকে ছন্দে না থাকলেও প্রতিযোগিতা এগোনোর সঙ্গে সঙ্গে ভারতীয় ব্যাটিং বিভাগে আস্থা তৈরি করেছেন এই মিডল অর্ডারের ব্যাটারের। এই মুহূর্তে চলতি বিশ্বকাপে ২৯৩ রান করে ফেলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ১৪ নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি।
আরও পড়ুন- শীর্ষে পৌঁছনোর হাতছানি বিরাটের, বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কে কোথায় ?