এক্সপ্লোর
ODI World Cup 2023 : শীর্ষে পৌঁছনোর হাতছানি বিরাটের, বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কে কোথায় ?
Virat Kohli:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জমকালো শতরান।সচিন তেন্ডুলকারকে ছুঁয়ে ফেলা।৪৯ তম ওডিআই শতরানের পাশাপাশি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে সবার উপরে পৌঁছনোর হাতছানি কোহলির সামনে।

Virat Kohli in World Cup
1/12

কেরিয়ারের রেকর্ড ৪৯ তম ওডিআই শতরান। চলতি বিশ্বকাপের দ্বিতীয়। শতরানের নজিরে সচিন বৃত্তে ঢুকে পড়েছেন বিরাট। স্মরণীয় করে রেখেছেন জন্মদিন। সঙ্গে প্রবলভাবে ফিরেছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়।
2/12

অপরাজিত ১০১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে ৫৪৩ রান করা হয়ে গিয়েছে বিরাটের। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে তালিকায় কে কোথায় ?
3/12

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রয়েছেন কুইন্টন ডি কক। ভারতের বিরুদ্ধে মাত্র ৫ রানে আউট হলেও চলতি বিশ্বকাপে ৪ টে শতরান হাঁকিয়ে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে মোট ৫৫০ রান।
4/12

নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র তৃতীয় ব্যাটার। যার চলতি বিশ্বকাপে পাঁচশোর বেশি রান হয়ে গিয়েছে। ৩ টি শতরান সহ কিউয়ি ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত ৫২৩ রান।
5/12

তালিকায় ৪ নম্বরে রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হিটম্যান। চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়কের ঝুলিতে এখনও পর্যন্ত ৪৪২ রান।
6/12

জোড়া শতরান সহ ঝুলিতে মোট ৪২৮ রান। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে ৫ নম্বরে ডেভিড ওয়ার্নার।
7/12

কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল রয়েছেন ৬ নম্বরে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে করেছেন ৩৭৫ রান। শতরান ১ টি।
8/12

ভারতের বিরুদ্ধে মাত্র ৯ রানের মাথায় ফিরতে হলেও তালিকার ৭ নম্বরে রয়েছেন আইডেন মাক্ররাম। ঝুলিতে মোট ৩৭১ রান।
9/12

আর এক প্রোটিয়া ব্যাটার রয়েছেন তালিকায়। রাসি ভান ডার ডুসেন। ভারতের বিরুদ্ধে ১৩ রানে সাজঘরে ফিরলেও চলতি বিশ্বকাপে জোড়া শতরান সহ মোট ৩৬৬ রান।
10/12

তালিকায় ৯ নম্বরে মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত ৩৫৯ রান।
11/12

পাকিস্তানের অপর ব্যাটার আবদুল্লা শফিক রয়েছেন বর্তমানে তালিকার ১০ নম্বরে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে করেছেন মোট ৩৩৬ রান।
12/12

বিশ্বকাপ এগোনোর সঙ্গে ছন্দ ফিরে পেয়ে এগোচ্ছেন শ্রেয়স আইয়ারও। পরপর দু'ম্যাচে অর্ধশতরানে হাঁকানোর পর ভারতীয় ব্যাটারের ঝুলিতে এই মুহূর্তে ২৯৩ রান। তিনি রয়েছেন তালিকার ১৪ নম্বরে।
Published at : 06 Nov 2023 09:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
