এক্সপ্লোর
কেউ পিছনে লাগলে গুছিয়ে জবাব দিই: কোহলি
![কেউ পিছনে লাগলে গুছিয়ে জবাব দিই: কোহলি If Something Pokes Us We Give It Right Back Kohli কেউ পিছনে লাগলে গুছিয়ে জবাব দিই: কোহলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/13143443/kohli0703.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ধর্মশালা: অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে গাওস্কর-বর্ডার ট্রফি জিতে নিয়েছে ভারত। সিরিজের শেষে আক্রমণাত্মক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সাফ জানিয়ে দিলেন, ইঁটের বদলে পাটকেল ছুঁড়তে পারে টিম ইন্ডিয়া। কেউ খোঁচা দিলে পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র ভাবেন না তাঁরা।
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে মাঠে ও মাঠের বাইরে দুই দলের মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে। কোহলিকে নিশানা করেছেন অসি ক্রিকেটার ও সংবাদমাধ্যমরা। পিছিয়ে ছিলেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও। এবার সিরিজ জিতেই পাল্টা জবাব দিলেন কোহলি।
ভারত অধিনায়ক বলেছেন, আমরা সাফল্যের তুঙ্গে থাকি বা না থাকি, আমরা কথা বলি। কেউ আমাদের পিছনে লাগলে আমরা তার জবাব ফিরিয়ে দিই। এটা হয়ত সকলের ভালো লাগে না। কিন্তু এটাই আমাদের পছন্দের বিষয়। কেউ উত্যক্ত করলে তার জবাব গুছিয়ে দিই আমরা।
ডিআরএস নিয়ে অসি অধিনায়ক স্টিভ স্মিথের নিয়মবিরুদ্ধভাবে ড্রেসিংরুমের সাহায্য চাওয়ার ঘটনায় সরব হয়ে অসি ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, সংবাদমাধ্যমের তোপের মুখে পড়তে হয়েছিল কোহলিকে। এ সম্পর্কে কোহলি বলেছেন, ডাউনআন্ডারে তাঁকে নিয়ে কী বলা হচ্ছে, তার তিনি পরোয়াও করেন না।
ঝাঁঝালো ভাষায় ভারতের অধিনায়ক বলেছেন, কেউ কেউ বিশ্বের অন্য কোনও প্রান্তে বসে কিছু মশালা যোগাতে চান। তাঁরা তো এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি। তাই সবচেয়ে যেটা সহজ কাজ, ঘরে বসে কোনও একটা ব্লগ লেখা বা মন্তব্য করছেন। কিন্তু মাঠে নেমে বল ও ব্যাট করার একেবারেই আলাদা।
কোহলি বলেছেন, একটা উদ্দীপ্ত দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা বেশ ভালোমতোই উপভোগ করছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)