(Source: ECI/ABP News/ABP Majha)
AFC Cup Qualifiers: শক্তিতে না পারলেও আফগানদের সঙ্গে বুদ্ধি দিয়ে লড়তে হবে, সুনীলদের পরামর্শ স্টিমাচের
Igor Stimac: এক বছর আগে এক গোলে এগিয়ে থাকার পরও শেষ মুহূর্তে গোল খেয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। সেই হতাশাজনক ম্যাচের স্মৃতি নিয়েই হয়তো এই ম্যাচে নামবে ভারতীয় দল।
কলকাতা: কম্বোডিয়ার বিরুদ্ধে ২-০-র দাপুটে জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরুর পর এ বার ভারতের সামনে আফগানিস্তান, যারা প্রথম ম্যাচে হংকংয়ের কাছে হেরে যাওয়ায় এই ম্যাচে জিততে মরিয়া হয়ে উঠবে। নিজেদের শারীরিক সক্ষমতা ও ইউরোপের ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ম্যাচে ভারতকে তারা কোণঠাসা করার চেষ্টা করবেই। এক বছর আগে এক গোলে এগিয়ে থাকার পরও শেষ মুহূর্তে গোল খেয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। সেই হতাশাজনক ম্যাচের স্মৃতি নিয়েই হয়তো এই ম্যাচে নামবে ভারতীয় দল। শনিবার এই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগের দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ অবশ্য জানিয়ে দিলেন, তাঁর দলের সাজঘরে এখন আত্মবিশ্বাসের বাতাবরণ।
প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেয়ে কি এখন আপনার দল অনেকটা আত্মবিশ্বাসী?
ড্রেসিংরুমে আত্মবিশ্বাস বাড়াতে অবশ্যই সাহায্য করেছে ওই তিন পয়েন্ট। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। সে সবের পর জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরুই করতে চেয়েছিলাম। সেটাই করতে পেরে এখন আমাদের সাজঘরের অসাধারণ। খুবই ইতিবাচক। আগেও এমনই ছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলে কম্বোডিয়ার বিরুদ্ধে তিন পয়েন্টও অর্থহীন হয়ে যাবে। প্রতি ম্যাচেই শূন্য থেকে শুরু করি আমরা। তাই সোজা কথাটা হল আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে আমাদের।
সুনীল ছেত্রী ছাড়া কোনও ভাল স্কোরার না থাকাটা কি আপনাদের দুশ্চিন্তার বিষয়?
কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচটা আপনারা সহজ ছিল বলছেন। কারণ, সেই ম্যাচে আমরা ভাল খেলেছি। ভাল না খেললে এই ম্যাচটাকেই কঠিন মনে হত। অবশ্যই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা অন্য রকম হবে। হংকংয়ের বিরুদ্ধে ওদের ম্যাচটা দেখলে বুঝবেন, অনেক ভাল ভাল মুভমেন্ট, পাসিং, জায়গা বদল, বক্সের মধ্যে ক্রস হয়েছে। অফগানিস্তান উড়ে আসা বল দখলে যেমন ভাল, তেমনই আক্রমণেও দুরন্ত। এগুলোই আমাদের সামলাতে হবে। আমাদের মনসংযোগ, শেপ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। দ্রুত আক্রমণে উঠতে হবে। বল পজেশন বেশি রাখতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছি। সুনীল যখন দলে রয়েছে তখন ও ছাড়া অন্য কেউ গোল করল কি না, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। ও যখন দলে থাকবে না, তখন অন্যেরা গোল করবে। কিন্তু প্রতি ম্যাচে একজনই দুটো করে গোল করে যাবে, সেটাও আশা করা ঠিক নয়।
কাল শরীরসর্বস্ব ফুটবল খেলতে পারে। এক্ষেত্রে ওদের কী ভাবে সামলাবেন বলে ঠিক করেছেন?
ঠিক জায়গায় থাকতে হবে সকলকে, ভাল গেমরিডিং প্রয়োজন। শেপ ঠিকমতো আঁটোসাঁটো রাখতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে। এই ম্যাচে সব ডুয়েলে হয়তো আমরা ওদের সঙ্গে পেরে উঠব না। সে জন্যই শারীরিক দিক থেকে ওরা এগিয়ে। কিন্তু আমাদের অনেক ধূর্ত হতে হবে। বুদ্ধি দিয়ে খেলতে হবে।
তথ্য সংগ্রহ - আইএসএল মিডিয়া