বিশ্ব একাদশ সিরিজ: পাক ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ প্রত্যাখ্যান ইমরান, মিয়াঁদাদের
লাহোর: পাকিস্তান ও আইসিসি বিশ্ব একাদশের মধ্যে আসন্ন টি-২০ সিরিজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন দুই প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। নিরন্তর প্রচেষ্টা চালিয়ে এই সিরিজকে বাস্তব রূপ দিয়েছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি বিশ্ব একাদশ দলে একাধিক বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিতে চলেছেন। তাদের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসি।
যদিও, এসব নিয়ে উদ্বেলিত নন জাভেদ বা ইমরান। যেমন, তাঁকে যে ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে খুশি নন জাভেদ মিয়াঁদাদ। মিয়াঁদাদের অভিযোগ, পিসিবি তাঁকে যথাযোগ্য সম্মান দেয়নি।
অন্যদিকে, পিসিবি প্রধান নাজম শেঠির প্রবল রাজনৈতিক সমালোচক ইমরান খান সিরিজ শুরুর আগেই লন্ডন চলে গিয়েছেন। সূত্রের খবর, তিন ম্যাচ হওয়ার পর দেশে ফিরবেন ইমরান।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এই তিন ম্যাচের সিরিজ। সবকটি ম্যাচই লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে হবে। আইসিসি একাদশে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেটার।