এক্সপ্লোর
Advertisement
হকিতেও ভারতের কাছে হার, সহবাগের মজার টুইট শোয়েবকে, এই ‘মওকা’টাও হারালে তোমরা
নয়াদিল্লি: বাইশ গজে তাঁর দাপট দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। মাইকের পিছনেও তিনি একইরকম আগ্রাসী। অবসর নিয়েছেন, তাই ব্যাট হাতে নয়, কথার খেলাতেও এখনও ছক্কা হাঁকানোই পছন্দ বীরুর। আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টেও লিগ ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে ৫-১ গোলে চূর্ণ করে দেয় ভারত। মঙ্গলবার এই জয়ের পর, নিজের সমসাময়িক পাকিস্তানের ফাস্টবোলার বন্ধু শোয়েব আখতারের উদ্দেশে বীরেন্দ্র সহবাগের মজার টুইট, ‘হকিতেও তোমরা মওকা হারিয়ে ফেললে’।
প্রসঙ্গত ‘মওকা’ হচ্ছে সেই বিজ্ঞাপনটি, যা প্রায় প্রতিটি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় দেখা যায়। বিজ্ঞাপনে দেখা যায় এক পাকিস্তানি ভক্ত প্রতিবারই পাক ক্রিকেটারদের কাছে আর্জি জানাচ্ছেন, এবার ভারতকে হারিয়ে দিতেই হবে। তবে যেহেতু সহবাগের টুইটটি নেহাত্ই মজার ছলে করা, তাই শোয়েবও তার জবাব খেলওয়ার সুলভ ঢঙেই দিয়েছেন।Sorry @shoaib100mph bhai hockey mai bhi mauka haath se nikal gaya #IndBeatsPak pic.twitter.com/xgrPjkTpSX
— Virender Sehwag (@virendersehwag) April 12, 2016
তিনি পাল্টা টুইট করে লিখেছেন, আমার প্রিয় ভাই সহবাগ যাই বলুক না কেন, তাঁকে আমি ক্ষমা করে দেব। কারণ, তাঁর সোনা দিয়ে বাঁধানো একটি হৃদয় আছে। আমি জানি, তাঁর এই মন্তব্য করার নেপথ্যে কোনও অসৎ উদ্দেশ্য নেই। তাই তাঁর এই মন্তব্যকে আমি মজার ছলেই নিলাম।
উল্লেখ্য, এবারেও আইসিসি টি২০ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান।
Whatever my brother Viru say he's forgiven..bcoz he has heart of gold and he doesn't mean bad but he's funny I'll give him that... — Shoaib Akhtar (@shoaib100mph) April 12, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement