Ind vs Aus: 'যারই ভক্ত হও, ওরকম লাফিও না,' রোনাল্ডো সেলিব্রেশন নিয়ে সিরাজকে সতর্ক করলেন শামি
Team India: বল হাতে দুজনেই ভেল্কি দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে গতির আগুনে ছারখার করে দিয়েছেন দুজনে। তিনটি করে উইকেট তুলে নিয়েছেন।
মুম্বই: বল হাতে দুজনেই ভেল্কি দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে গতির আগুনে ছারখার করে দিয়েছেন দুজনে। তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে হারানোর পর আড্ডায় মেতে উঠলেন ভারতের দুই পেসার - মহম্মদ শামি (Mohammed Shami) ও মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। এবং সেখানে তরুণ সতীর্থকে সতর্ক করে দিলেন অভিজ্ঞ শামি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য দুই তারকা মাঠেই আড্ডা দেন। সেখানে শামি জানতে চান, উইকেট নেওয়ার পর সিরাজের লাফিয়ে সেলিব্রেশনের কারণ কী? সিরাজ বলেন, 'আমি ক্রিশ্চিয়ানোর (রোনাল্ডো) ভক্ত। সে জন্যই ব্যাটারকে বোল্ড করলে ওইভাবে সেলিব্রেট করি। তবে ফাইন লেগে ক্যাচ দিয়ে ব্যাটার আউট হলে ওই ধরনের সেলিব্রেশন করি না।'
তখনই হেসে শামি বলেন, 'যারই ভক্ত হও, ওইভাবে লাফিও না। পেসারদের ওরকম লাফানো ঠিক নয়।'
গোলের পর পর্তুগালের মহাতারকা রোনাল্ডোর সেলিব্রেশন গোটা দুনিয়ায় প্রবল জনপ্রিয়। এমনকী, অন্যান্য খেলার তারকারাও রোনাল্ডোর মতো করে নিজেদের সাফল্য সেলিব্রেট করেন। যদিও শামির মতে, পেসারদের ক্ষেত্রে আচমকা লাফালে চোট লেগে যাওয়ার ভয় থাকে। সেই কারণেই জুনিয়র সতীর্থকে সতর্ক করে দিয়েছেন ভারতীয় পেসার।
Of fiery fast bowling spells ⚡️⚡️ in hot Mumbai weather ☀️ to the importance of recovery 👏🏻👏🏻
— BCCI (@BCCI) March 18, 2023
Pacers @mdsirajofficial and @MdShami11 assemble after #TeamIndia’s win in the first #INDvAUS ODI 👌🏻👌🏻 - By @RajalArora
FULL INTERVIEW 🎥🔽 https://t.co/xwNyvD6Uwk pic.twitter.com/35FrdqEhli
কালই কি সিরিজের ফয়সালা?
দুরন্ত ছন্দে উইলিয়ামসন, ওয়েলিংটনে রেকর্ডের ছড়াছড়িশুরুতে দুই তারকা বোলারের দাপটে এবং ব্যাট হাতে কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পরিপক্ক পার্টনারশিপে ভর করে ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের (IND vs AUS 2nd ODI) আসর বসবে রবিবার। এই ম্যাচ জিততে পারলেই টেস্টের পর ওয়ান ডে সিরিজও নিজের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া।
মুম্বইয়ে প্রথম ওয়ান ডেতে পারিবারিক কারণে রোহিত শর্মা (Rohit Sharma) খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ান ডেতে দলে যোগ দিচ্ছেন তিনি। রাহুলের দুর্দান্ত ইনিংসের পর তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে রোহিতকে জায়গা করে দিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের মধ্যে একজনকে বাইরেই বসতে হবে। দুই তারকাই কিন্তু ওয়াংখেড়েতে প্রথম ওয়ান ডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিললেন। ঈশান মাত্র তিন ও সূর্যকুমার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
ভারতীয় বোলিং বিভাগে কিন্তু বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। তাই প্রথম ওয়ান ডের মতো যুজবেন্দ্র চাহাল, উমরন মালিকদের সম্ভবত আবারও এই ম্যাচে মাঠের বাইরেই বসতে হতে পারে। ভারতীয় দলের তরফে রবীন্দ্র জাডেজার দিকে বিশেষ নজর থাকবে। প্রায় আট মাস পরে নিজের ওয়ান ডে প্রত্যাবর্তনেই দুই উইকেট নেওয়ার পাশাপাশি ৪৫ রান করায় ম্যাচ সেরা হন জাডেজা। বছর শেষে দেশেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেখানে জাডেজার ফর্ম থাকাটা টিম ইন্ডিয়ার কাছে কতটা জরুরি, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
আরও পড়ুন: