IND vs AFG Asia Cup: বিশ্রামে রোহিত, চাহাল, হার্দিক, নিয়মরক্ষার আফগানিস্তান ম্যাচে নেতৃত্বে রাহুল
Asia Cup 2022: আগের ২ ম্যাচে ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের পর শ্রীলঙ্কা ম্যাচেও রোহিতের ক্যাপ্টেন্সির অনেক খুঁত নজরে এসেছে।
দুবাই: এবারের এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। আর সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে হারের পর ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ফলে আজকের আফগানিস্তান ম্যাচ রীতিমত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তাই এই ম্যাচে ভারতীয় দলে অনেকগুলো বদল করা হয়েছে।
রোহিত, চাহাল, হার্দিক বিশ্রামে
আগের ২ ম্যাচে ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের পর শ্রীলঙ্কা ম্যাচেও রোহিতের ক্যাপ্টেন্সির অনেক খুঁত নজরে এসেছে। যদিও এদিনের ম্যাচে কে এল রাহুলের কাঁধে রয়েছে নেতৃত্বের চাপ। ব্যাট হাতে ফর্ম খুঁজছেন এই মুহূর্তে রাহুল। তার ওপর এবার নেতৃত্বের চাপ কতটা নিতে পারেন রাহুল, তা দেখার।
এছাড়াও হার্দিক পাণ্ড্য ও যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিকের চলতি টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স নেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচ বাদ দিয়ে। বল হাতে একদমই সফল নন। তবে চাহাল কিন্তু ভাল বল করেছিলেন গত ম্যাচেও। তবে এদিন দলে এলেন দীপক চাহার। তিনি ব্য়াক আপ বোলার হিসেবে এশিয়া কাপে এসেছিলেন। আবেশ খান ছিটকে যাওয়ার পরও তাঁকে আগের ম্যাচে কেন খেলানো হল না তা নিয়েও প্রশ্ন উঠেছিল। অবশেষে দীপক চাহারকে খেলানো হল। অন্যদিকে রবীন্দ্র জাডেজার বদলে দলে আসা অক্ষর পটেলকে এদিন একাদশে রাখা হয়েছে।
এখনও চলতি এশিয়া কাপে খুব বেশি শিশিরের প্রভাব দেখা যায়নি। তবে রাতের দিকে দ্বিতীয় ইনিংসে পিচের গতি একটু হলেও বৃদ্ধি পাচ্ছে, তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল সুবিধা পাচ্ছে। এই ময়দানে গত বছর থেকে ১৯টি ম্যাচে মাত্র দুইবার কোনও দল প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছে। তাই স্পষ্টভাবেই টসে জিতে যে কোনও দলের অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নেবেন তা একপ্রকার নিশ্চিত ছিল সবাই। সেই মতই এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি। পিচে বোলারদের জন্য হালকা মদতও থাকার কথা। তবে তাপমাত্রা কিন্তু ৪০ ডিগ্রির আশেপাশেই থাকার কথা।
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ জিতে সম্মানের সঙ্গে দেশে ফিরতে মরিয়া থাকবেন রাহুল দ্রাবিড় ও তাঁর ছেলেরা।