Ind vs Aus 2023: ভারতীয় দলের জার্সি পরে কোহলির সঙ্গে মাঠে কে এই আগন্তুক?
ODI World Cup: ভারতের (Ind vs Aus) ম্যাচ থাকা মানেই তাঁর মাঠে ঢুকে পড়াটা নতুন নয়। ফের একবার ভারতের ম্যাচ চলাকালীন মাঠে অনুপ্রবেশ ড্যানিয়েল জার্ভোর।
চেন্নাই: ভারতের (Ind vs Aus) ম্যাচ থাকা মানেই তাঁর মাঠে ঢুকে পড়াটা নতুন নয়। ফের একবার ভারতের ম্যাচ চলাকালীন মাঠে অনুপ্রবেশ ড্যানিয়েল জার্ভোর। ম্যাচ বন্ধ থাকল কয়েক মিনিট।
কে এই জার্ভো?
ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় ক্রিকেট সমর্থক (prankster Daniel Jarvo)। যিনি একজন প্র্যাঙ্কস্টারও। কমেডিয়ান হওয়ার পাশাপাশি ইউটিউবার হিসাবেও পরিচিত জার্ভো। রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ চলাকালীন মাঠে ঢুকে পড়লেন জার্ভো। টিম ইন্ডিয়ার জার্সি পরে। পিছনে লেখা ৬৯ নম্বর। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে কারও ঢুকে পড়ায় বেশ বিরক্ত হতে দেখা যায় বিরাট কোহলিকে। আম্পায়ারদের সহযোগিতায় তিনি তৎক্ষনাৎ জার্ভোকে মাঠ থেকে বার করে দেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে মাঠ থেকে বার করে নিয়ে যান।
এর আগেও ভারতের ম্যাচে জার্ভো মাঠে ঢুকে পড়েছেন। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় দলের জার্সি পরে মাঠে প্রবেশ করেছিলেন তিনি। ২০২১ সালে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন তিনি নিজেকে ভারতীয় দলের সদস্য বলে দাবি করেছিলেন। তাঁকে সেবার স্থানীয় পুলিশ গ্রেফতারও করেছিল।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও এনএফএলের মতো খেলাতেও তিনি মাঠে ঢুকে পড়েছেন। সেই সমস্ত ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন।
চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই শক্তিধর দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা। তবে শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ উপভোগ করাটাই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) আসল লক্ষ্য।
২০১১ সালে উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারত। যে কোনও টুর্নামেন্টেই শুরুটা ভাল করা খুবই গুরুত্বপূর্ণ। তাই অজ়িদের বিরুদ্ধে ভারতের ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। ম্যাচে টানটান উত্তেজনা ও দারুণ ক্রিকেটের আশায় রয়েছেন সকলেই। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে বুমরাও কিন্তু ভীষণই খুশি। ম্যাচ শুরুর আগে তিনি বলেন, 'এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে রয়েছি। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ তো সবার হয় না, সেক্ষেত্রে আমরা খুবই ভাগ্যবান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে।'
অজ়িদের হারাতে হলে বুমরার বোলিং ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই তাঁর উপর চাপও থাকবে। তবে বুমরা কিন্তু চাপ নিতে নারাজ। তারকা বোলার বলেন, 'সাম্প্রতিক সময়ে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি, তাই বেশি চাপ নিচ্ছি না। প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি ঠিকই, তবে আমরা অনুশীলন তো করেছি এবং বেশ চনমনেও রয়েছি। এই মুহূর্তটা উপভোগ করা খুবই জরুরি। সেটাই করার চেষ্টা করব। কারণ বড় মঞ্চে অনেক সময় বেশি চিন্তাভাবনা করে বাড়তি চাপ নিয়ে অনেকে। তা যাতে না হয়, সেটাই খেয়াল রাখব।'
আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন