(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS, Match Highlights: ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত
IND vs AUS, 2nd T20, VCA Stadium: অধিনায়ক রোহিত শর্মা ভারতের হয়ে সর্বাধিক ৪৬ রানের ইনিংস খেলেন।
নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। তাই সিরিজ জয়ের আশা বজায় রাখতে আজ দ্বিতীয় ম্যাচে জিততেই হতো টিম ইন্ডিয়াকে। সেই লক্ষ্যেই আজ একাদশে দুই বদল করে মাঠে নামে টিম ইন্ডিয়া। নিজেদের লক্ষ্যে সফলও হল ভারতীয় দল। ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া। সৌজন্যে মূলত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের হয়ে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেললেন রোহিত।
আট ওভারে ৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন রোহিত এবং রাহুল শুরুটা দারুণভাবেই করেন। তিন ওভার হওয়ার আগেই ৩৯ রান যোগ করেন দুইজনে। তবে গত ম্যাচে অর্ধশতরান করলেও এদিন ১০ রানের বেশি করতে পারেননি রাহুল। বিরাট কোহলিও ১১ রানে আউট হন। কোহলি ও সূর্যকুমার যাদবকে পরপর বলে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা। তবে রোহিত নিজের খেলা চালিয়ে যান। হার্দিক পাণ্ড্য ৯ রানে আউট হলে দীনেশ কার্তিক ব্যাটে নামেন। 'ফিনিশার' ডিকে নিজের কাজটা দারুণভাবে করেন। দুই বল খেলেই একটি ছয় ও একটি চার হাঁকিয়ে ভারতকে চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক।
প্রথম ইনিংস
এদিন তারকা বোলার জসপ্রীত বুমরা ভারতীয় একাদশে ফেরেন। দীনেশ কার্তিক বাদ না পড়লেও, ঋষভ পন্থকে বাড়তি ব্যাটার হিসাবে একাদশে সুযোগ দেওয়া হয়। বাদ পড়েন উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার। ভেজা মাঠের জন্য আড়াই ঘণ্টা পরে এদিনের ম্যাচ শুরু হয়। ২০ ওভারের বদলে ম্যাচ কমিয়ে আট ওভারের করে দেওয়া হয়। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আট ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটের বিনিময়ে ৯০ রান তোল। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) এবং ম্যাথু ওয়েড দুর্দান্ত ব্যাট করেন। ভারতের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন অক্ষর পটেল। এক উইকেট পান জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)।
অল্প ওভারের ম্যাচে তাই অস্ট্রেলিয়া শুরু থেকেই দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন। হার্দিক পাণ্ড্যর প্রথম ওভারে ১০ রান উঠে। তবে দ্বিতীয় ওভারে অক্ষর পটেল বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন। প্রথমে পাঁচ রানে গ্রিনকে রান আউট করেন কোহলি। ম্যাক্সওয়েলকে শূন্য রানে বোল্ড করেন অক্ষর। নিজের পরের ওভারে দুই রানে টিম ডেভিডকেও ফেরান অক্ষরই। তবে গত ম্যাচে পাওয়া নিজের ফর্ম অব্যাহত রাখেন ম্যাথু ওয়েড। ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করে আউট হলেও, ২০ বলে বিধ্বংসী ৪৩ রানের ইনিংস খেলেন ওয়েড। মূলত ফিঞ্চ এবং ওয়েডের দৌলতেই পাঁচ উইকেটে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। নিজের কামব্যাক ম্যাচে সেট ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন বুমরা। প্রতিপক্ষ অধিনায়কের উইকেটের পাশাপাশি তাঁর বাহবাও কুড়িয়ে নেন ভারতীয় তারকা বোলার।
আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ভারতীয় একাদশে পন্থের সুযোগ পাওয়া উচিত, স্পষ্টবাক গিলক্রিস্ট