সম্মান রক্ষার লড়াইয়ে ভারত, ‘ঘরের মাঠে’ সমতা ফেরাতে চান বিরাট
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ফিরে আসার লড়াইয়ে মরিয়া বিরাট কোহলিরা। বিশাখাপত্তনমে যে ভুলটা হয়েছে তা যেন ‘বিরাটের ঘরের মাঠে’ না হয়, সেদিকেই সজাগ গোটা ভারতীয় ব্রিগেড। এমনিতে বিরাট দিল্লির ছেলে। তবে আইপিএল-এর সুবাদে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম তার সেকেন্ড হোম-ই হয়ে উঠেছে। একটা, দুটো বছর তো নয়, প্রায় এক যুগ হতে চলল বিরাট আর বেঙ্গালুরুর সম্পর্কের। চিন্নাস্বামীর জল হাওয়া একেবারে হাতের তালুর মতো চেনা তাঁর। এমন জায়গায় বিরাট অ্যাডভান্টেজে থাকবে এবং সিরিজে সমতা ফেরাতে চাইবে সেটাই স্বাভাবিক।
ক্রীড়ামহলের একাংশের মতে এই টি-টোয়েন্টি ম্যাচে ভারত যে বিষয়টির উপর সবথেকে বেশি নজর দেবে, তা হল ব্যাটিং। রোহিত, রাহুল, বিরাট, ধোনি সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ আগের ম্যাচে যেভাবে কোণঠাসা হয়েছে, তারপর নিজেদের ভীত আরও শক্ত করতেই মরিয়া হবে মেন ইন ব্লু, তা আর বলার অপেক্ষা রাখে না। এমন অবস্থায় ব্যাটিংয়ে তেমন একটা পরিবর্তন না হলেও সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। অন্যদিকে ধারাবাহিকভাবে পারফর্ম করে ভারতের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া চেষ্টা চালাবে অ্যারন ফিঞ্চরাও।