Ind vs Aus, 2nd T20I: মাঠ ভিজে থাকায় পিছিয়ে গেল টস, কখন শুরু হবে ম্যাচ?
Ind vs Aus, 2nd T20I: সন্ধ্যা ৭টায় ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, মাঠ ভিজে থাকায় তা সম্ভব হয়নি।
নাগপুর: আশঙ্কা ছিলই, সেই আশঙ্কা সত্যিও হল। পিছিয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs AUS 2nd T20) ম্যাচ শুরু হওয়ার সময়। নাগপুরের ময়দানে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। সন্ধ্যা ৭টা নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, ভেজা মাঠের কারণে সেই সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এমনকী ম্যাচের টসও এখনও পর্যন্ত হয়নি।
আটটায় পর্যবেক্ষণ
বর্তমানে মাঠে বৃষ্টি না হলেও, মাঠ ভিজে থাকায় ম্যাচ শুরুর সময় পিছিয়ে গিয়েছে। সন্ধ্যা ৭টার সময় আম্পায়াররা একবার মাঠ পরিদর্শন করেন বটে। তবে মাঠের পরিস্থিতি নিয়ে তাঁরা খুব একটা খুশি নন। তাই তাঁদের নির্দেশ মতোই ম্যাচ শুরুর সময়ও পিছিয়েও দেওয়া হয়েছে। আটটা নাগাদ আবারও মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ম্যাচের আগের দিন অনুশীলনেও কিন্তু ব্যাঘাত ঘটনা বরুণদেব। ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনই করতে পারেননি রোহিত শর্মারা (Rohit Sharma)।
অনুশীলনে বাঁধা
বৃষ্টির জেরে ব্যাহত হয় ভারতীয় দলের (Indian Cricket Team) বৃহস্পতিবারের অনুশীলন। বুধবারই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। বৃহস্পতিবার, ম্যাচের আগের দিন জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে তা সম্ভব হয়নি। বাদ সাধে প্রকৃতি। বৃষ্টির জেরে বাতিলই করতে হয় ভারতীয় দলের অনুশীলন। জামথায় স্টেডিয়াম সংলগ্ন নেটে দুই দলের প্র্যাক্টিসের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হয়।
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ২০৮ রান করেও জিততে পারেনি ভারতীয় দল। ম্যাথু ওয়েড এবং ক্যামেরন গ্রিনের সুবাদেই অস্ট্রেলিয়া চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন অ্যারন ফিঞ্চরা (Aaron Finch)। সিরিজে তাই সমতায় ফিরতে আজ মরিয়া হয়ে মাঠে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে গত ম্যাচে জসপ্রীত বুমরা ভারতীয় একাদশে সুযোগ পাননি।
বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের 'ডেথ ওভারে' বোলিং নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। এই ম্যাচে বুমরা ভারতীয় একাদশে ফেরেন কি না, সেই দিকেই তাকিয়ে সকলে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় তারকা সূর্যকুমার যাদব কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বুমরা ম্যাচে নামার জন্য ফিট। পাশাপাশি প্রথম ম্যাচে হর্ষল পটেলের বোলিং নিয়ে প্রশ্ন উঠলেও, সূর্য কিন্তু তাঁর হয়ে ব্যাট ধরেছেন। হর্ষলকে দোষারোপ করার বদলে সূর্য অস্ট্রেলিয়া ব্যাটারদেরই বেশি বাহবা দেন।
আরও পড়ুন: ভিজে মাঠ, নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ