Ind vs AUS- 3rd T20 Live: বল হাতে অক্ষর, ব্যাট হাতে সূর্যকুমার, কোহলির অর্ধশতরানের সুবাদে জয় পেল ভারত
IND vs AUS, 3rd T20, Rajiv Gandhi Stadium: গত দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও অপরটি জিতেছে ভারত। তাই তিন ম্যাচের সিরিজের ভাগ্য আজই নির্ধারিত হতে চলেছে।
LIVE
Background
হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (IND vs AUS 3rd T20I) শেষ ম্যাচে আজ মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আজ শেষ ম্যাচে যে জিতবে সেই দলই টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নেবে। গত ম্যাচে চোট আঘাত সারিয়ে আট ওভারের ম্যাচে বহুদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটান জসপ্রীত বুমরা (Japrit Bumrah)। অ্যারন ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করলেও, নিজের দুই ওভারে ২৩ রান খরচ করেন বুমরা। তবে ভারতীয় তারকার ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
চোট সারিয়ে বুমরা দলে ফেরাই খুশি রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, 'পিঠের চোট কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ও (বুমরা) দুই মাস পরে ভারতীয় দলে ফিরেছে। তাই ও কেমন বল করেছে না করেছে, সেই নিয়ে আমি খুব বেশি পর্যলোচনা করতে চাই না। আমাদের একটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে ও। দলগতভাবে এখনই ওর পারফরম্যান্স নিয়ে চর্চা করার খুব বেশি দরকার নেই। আমরা চাই আপাতত ও যেন মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করে।' তৃতীয় ম্যাচে বুমরা সুযোগ পেলেও বাদ পড়লেন পন্থ। তাঁর বদলে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটালেন ভুবনেশ্বর কুমার।
IND vs AUS, 3rd T20 Live: ছয় উইকেটে ম্যাচ জিতল ভারত
৬৩ রান করে বিরাট কোহলি শেষ ওভারে আউট হলেও, অপরাজিত থেকে ভারতকে ছয় উইকেটে ম্যাচ ও সিরিজ জেতান হার্দিক পাণ্ড্য। তিনি ২৫ রানে অপরাজিত থাকেন।
IND vs AUS, T20 Live: জয়ের জন্য প্রয়োজন ২১ রান
শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ২১ রান। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬/৩।
IND vs AUS, 3rd T20 Live: আউট সূর্যকুমার
৩৬ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেন সূর্যকুমার যাদব। তিনি বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১০৪ রান যোগ করেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১৩৪/৩।
IND vs AUS, T20 Live: ১০ ওভার শেষে ভারতের স্কোর ৯১/২
ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৯১/২। ম্যাচ জিততে বাকি ১০ ওভারে ভারতকে ৯৬ রান করতে হবে। ক্রিজে ৩৫ রানে ব্যাট করছেন কোহলি। সূর্যকুমার খেলছেন ৩১ রানে।
IND vs AUS, 3rd T20 Live: ৫০-র গণ্ডি পার করল ভারত
পাওয়ার প্লের ছয় ওভার শেষে ভারতের স্কোর ৫০/২।