IND Vs AUS 3rd T20I: টিকিট বিক্রি নিয়ে ধুন্ধুমার, হায়দরাবাদে পুলিশের লাঠিচার্জে আহত বেশ কয়েকজন
IND Vs AUS: সেই সময়ই পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রবল লাঠিচার্জ করে। তখনই ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের লাঠির আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন অনেকেই।
হায়দরাবাদ: টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কাটতে গিয়ে পুলিশের মারের সামনে অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থক। টিকিট কাউন্টারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। পুলিশের লাঠিচার্জ চলল দেদার। সূত্রের খবর, কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। জিমখানা গ্রাউন্ডের বাইরে এদিন টিকিট কাটার লাইনে বিশাল ভিড় তৈরি হয়। সেই সময়ই পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রবল লাঠিচার্জ করে। তখনই ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের লাঠির আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন অনেকেই। এঁদের মধ্যে অনেক মহিলাও ছিলেন। জানা গিয়েছে যে আহতদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Complete chaos outside #Secunderabad gymkhana grounds. Crowd in large numbers gathered outside thr ground for purchasing #INDvAUS tickets.
— Siddharth KumarSingh (@siddharthk63) September 22, 2022
Cops use mild force to control the situation#Hyderabad #HyderabadCricketAssociation pic.twitter.com/e99prQPTTx
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। আগামী ২৫ তারিখ রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বসতে চলেছে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে টিকিট বিক্রি। সেই মতো বুধবার রাত থেকেই প্রচুর মানুষ এসে টিকিট কাটার জন্য ভিড় বাড়াতে থাকেন।
ইন্ডোরে অনুশীলন
গতকালই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। কাল পৌঁছনোর পর আজ ম্যাচের আগের দিন হিসেবমতো জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ভারতীয় দলের। তবে এমনটা সম্ভব হয়নি। বৃষ্টির জেরে বাতিলই করতে হল ভারতীয় দলের অনুশীলন। মাঠে অনুশীলনের বদলে টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হবে। ইন্ডোরে অনুশীলনের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়রা জিমেও কিছুটা সময় কাটাবেন।
মোহালিতে দুইশোর অধিক রান করেও 'ডেথ ওভারে' বোলারের ব্যর্থতায় রান ডিফেন্ড করতে সক্ষম হয়নি টিম ইন্ডিয়া। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে লড়াইয়ে টিকে থাকতে ভারতীয় দলকে নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততেই হবে। তবে পরিবেশের যা অবস্থা, তাতে ম্যাচেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। ভারত সিরিজে প্রত্যাবর্তন করতে পারে কি না এবং আদৌ বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়।