IND Vs AUS Live: বেঙ্গালুরুতে ৬ রানে জয়ী ভারত, টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল ৪-১ ব্যবধানে
India Vs Australia 5th T20 Live Updates: সিরিজের প্রথম তিন ম্যাচে রানের ফোয়ারা। অবশেষে চতুর্থ ম্যাচে যেন ব্যাট-বলের কিছুটা সামঞ্জস্যপূর্ণ লড়াই। সেই ম্যাচেই ভারত টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলে।
LIVE

Background
IND Vs AUS 5th T20: হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ী ভারত
প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৬০/৮। ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে তুলতে হতো ১৬১ রান। সেখান থেকে ম্যাচের রাশ কখনও গিয়েছে ভারতের হাতে, কখনও অস্ট্রেলিয়ার হাতে।
IND Vs AUS Live Score: ভারত ম্যাচ জিতল ৬ রানে
শেষ ওভারে বাকি ছিল ১০ রান। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে বিরাট ধাক্কা দিলেন অর্শদীপ। শেষ পর্যন্ত ১৫৪/৮ স্কোরে আটকে গেল অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ জিতল ৬ রানে। শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করলেন অর্শদীপ।
IND Vs AUS Live Score: ১৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৯/৭
মুকেশের ফুলটস বলে ১৬ রান করে ফিরলেন ম্যাথু শর্ট। পরের বলেই ডোয়ারশ্যুইসকে বোল্ড করলেন মুকেশ। ১৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৯/৭।
IND Vs AUS Live Score: ৫৪ রান করে অর্শদীপের শিকার ম্যাকডারমট
৩৪ বলে হাফসেঞ্চুরি বেন ম্যাকডারমটের। ৩৬ বলে ৫৪ রান করে অর্শদীপের শিকার তিনি। ১৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/৫।
IND Vs AUS Live Score: ১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯০/৩
১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯০/৩। আর ৪৮ বলে ৭১ রান চাই অস্ট্রেলিয়ার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
