IND vs AUS: রিঙ্কুর সাফল্যের নেপথ্যে কে, জানালেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক
Rinku Singh: বৃহস্পতিবার ভারতের জয়ের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রিঙ্কুকে আলিঙ্গন করছেন অভিষেক নায়ার।
বিশাখাপত্তনম: শন অ্যাবটের বল বাউন্ডারির বাইরে ফেলে ভারতকে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। যদিও নো বল হওয়ায় এবং ভারতের জয়ের লক্ষ্যপূরণ হয়ে যাওয়ায় সেই ছক্কা রেকর্ডবুকে ওঠেনি।
বৃহস্পতিবার ভারতের জয়ের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রিঙ্কুকে আলিঙ্গন করছেন অভিষেক নায়ার। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ। রিঙ্কুর উত্থানের নেপথ্যেও রয়েছে অভিষেকের ভূমিকা। আর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের শেষে রিঙ্কু ও অভিষেকের সম্পর্কের নেপথ্য কাহিনি শুনিয়েছেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন যিনি দুজনকেই কাছ থেকে দেখেছেন।
নিজের এক্স হ্যান্ডলে ডিকে লিখেছেন, “এই জুটিটা শুরু হয়েছিল ২০১৮ সালে। তখন আমি কেকেআরের অধিনায়ক। অভিষেকই প্রথম রিঙ্কুর প্রতিভা বুঝতে পেরেছিল। আমায় বার বার বলত, দারুণ কোনও ইনিংস খেলা রিঙ্কুর সময়ের অপেক্ষা। আলিগড়ের মতো ছোট একটা শহর থেকে উঠে এসে রিঙ্কুর কাছে বড় স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই ছিল না। অভিষেক অনেক কাজ করেছে রিঙ্কুর সঙ্গে। পাশাপাশি শেষের দিকে নেমে কী ভাবে ব্যাট করতে হবে সেটাও ওকে শিখিয়ে দিয়েছে।”
গত আইপিএলের ঘটনা। কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে পরপর ৫ ছক্কা মেরে নাটকীয়ভাবে কেকেআরকে ম্যাচ জেতান রিঙ্কু। তারপর থেকেই রিঙ্কুকে নিয়ে জয়জয়কার পরে যায়। আইপিএলের সাফল্য জাতীয় দলের দরজা খুলে দেয় রিঙ্কুর সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১-০ এগিয়ে যেতে সাহায্য় করলেন রিঙ্কুই।
This is one of the most fulfilling and heart warming pictures going around
— DK (@DineshKarthik) November 24, 2023
The relationship between ABHISHEK NAYAR n RINKU SINGH
it was a partnership that started in 2018 during my time in KKR. Nayar always saw the potential in Rinku , he kept telling me, it was only a matter… pic.twitter.com/ia8nTJBElW
বিশ্বকাপে (World Cup) সদ্য অস্ট্রেলিয়াদের (Australia) কাছে পরাজিত হতে হয়েছিল, টি-২০ সিরিজে (T20 Match Series) প্রথম ম্যাচ জিতে যেন সেই ক্ষততে কিছুটা প্রলেপ। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ঈশান কিশাণের (Ishaan Kishan) ঝোড়ো ব্যাটিং এবং শেষে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ব্যাটে ভর করে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ভারত। যদিও শেষ বল অবধি জারি ছিল টেনশন। তবে শেষ হাসি হাসল সূর্য-ব্রিগেড।
আরও পড়ুন: সূ্র্য, ঈশানের অর্ধশতরান, রিঙ্কুর ব্যাটে শেষ বলে নাটকীয় জয় ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।