Ind vs Aus ODI: কেন প্রথম দুই ম্যাচে নেই রোহিত-কোহলিরা, ব্যাখ্যা করলেন গুরু দ্রাবিড়
India vs Australia: কেন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি-রোহিত হীন হয়ে নামছে ভারত? কারণ ব্যাখ্যা করলে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
মোহালি: সামনে বিশ্বকাপ (ODI World Cup)। হাতে আর মাত্র সপ্তাহ দুয়েক সময়। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত (Ind vs Aus)। যে সিরিজকে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলছেন বিশেষজ্ঞরা। আর সেই সিরিজের প্রথম দু'ম্যাচে কি না নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদবের মতো প্রথম একাদশের চার স্তম্ভ। তাঁদের মধ্যে রোহিত আবার দলের অধিনায়ক। তিনি না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল।
কিন্তু কেন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি-রোহিত হীন হয়ে নামছে ভারত? কারণ ব্যাখ্যা করলে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। মোহালিতে প্রথম ওয়ান ডে ম্যাচ শুক্রবার। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন, 'আমরা চাই বিরাট আর রোহিতের মতো ক্রিকেটার বিশ্বকাপের প্রথম ম্যাচে মানসিক ও শারীরিকভাবে সঠিক জায়গায় থাকুক। এখন যে পরিমাণ ক্রিকেট খেলা হয়, তাতে ওরা জানে কীভাবে প্রস্তুতি নেবে। ওদের সঙ্গে আলোচনা করেই বেশিরভাগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
🗣️🗣️ 'We want to play good cricket in the series.'
— BCCI (@BCCI) September 21, 2023
Hear what #TeamIndia Head Coach Rahul Dravid had to say ahead of the #INDvAUS ODI series opener 🏟️ pic.twitter.com/6oJtl02x0C
ভারতীয় দলের হেড কোচ যোগ করেছেন, 'শুধু ওরা দুজন নয়, আমাদের সমস্ত প্লেয়ার, সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপের প্রথম ম্যাচে তরতাজা অবস্থায় চাই। বিশ্বকাপের মতো বড় ইভেন্টের প্রস্তুতি ওরা কীভাবে নিতে চায়, সেটা নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার পরই সর্বসম্মতভাবে ঠিক হয়েছে প্রথম দুই ম্যাচে ওদের বিশ্রাম দেওয়া হবে। তারপর রাজকোটে ওরা দলের সঙ্গে যোগ দেবে এবং পরের ২ মাস কঠিন ক্রিকেট সূচি রয়েছে আমাদের।'
দ্রাবিড় আরও বলেছেন, 'এখন এত ক্রিকেট খেলা হচ্ছে, বাস্তববাদী হতে হবে। আমি যখন দায়িত্ব নিই, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এশিয়া কাপে আমাদের প্রায় পুরো দল খেলেছে। তবে সেরা দল খেলেছে বলব না। দু-একটা চোট আঘাত থেকেছে।'
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন