IND vs BAN T20 Score Live: লিটন, নুরুলদের লড়াই সত্ত্বেও ৫ রানে ম্যাচ জিতল ভারত
T20 World Cup Live: বাংলাদেশের বিরুদ্ধে আজ জিতলেই শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে টিম ইন্ডিয়া।
LIVE

Background
Ind vs Ban Live Update: ৫ রানে জয় পেল ভারত
চাপের মুখে শেষ ওভারে ফের একবার প্রভাবিত করলেন অর্শদীপ সিংহ। নুরুল হাসান ২৫ ও তাসকিন ১২ রান করলেও, শেষমেশ পাঁচ রানে ম্যাচ হারল বাংলাদেশ।
Ind vs Ban Live: জোড়া সাফল্য হার্দিকেরও
অর্শদীপের পরের ওভারেই জোড়া সাফল্য হার্দিকের। ১৩ ওভারে ১০৮ রানের বিনিময়ে ছয় উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
Ind vs Ban Live Update: জোড়া সাফল্য অর্শদীপের
বল হাতে দুরন্ত অর্শদীপ সিংহ। একই ওভারে আফিফ ও বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানকে ফেরত পাঠালেন ভারতীয় বোলার। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০১/৪। শেষ চার ওভারে জয়ের জন্য ৫০ রান প্রয়োজন।
Ind vs Ban Live: উইকেট পেলেন শামি
দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। শান্তকে ২১ রানে ফেরালেন শামি। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৮/২। এর আগে দুরন্ত ছন্দে দেখানো লিটন দাস ৬০ রানে রান আউট হন।
Ind vs Ban Live Update: বাংলাদেশের নতুন লক্ষ্য ১৫১
ম্যাচের জয়ের জন্য বাংলাদেশকে ৯ ওভারে ৮৫ রান করতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
