(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Ban Weather Forecast: আজ ভারত-বাংলাদেশ ম্যাচেও কি বৃষ্টির কাঁটা? ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
Asia Cup 2023, Ind vs Ban: শুক্রবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুপুর ৩টেয় শুরু ম্যাচ। তার ৩০ মিনিট আগে, দুপুর ২.৩০-এ হবে টস। কিন্তু ফের কাঁটা হয়ে দেখা দেবে না তো বৃষ্টি?
কলম্বো: এশিয়া কাপ (Asia Cup 2023) আর বৃষ্টি যেন সমার্থক হয়ে গিয়েছে। পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত-পাকিস্তান (Ind vs Pak) গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল। ভারত বনাম পাকিস্তান সুপার ফোর পর্বের ম্যাচের ফয়সালা হয়েছিল রিজার্ভ ডে-তে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বিঘ্ন ঘটিয়েছিলেন বরুণদেব। আজ, শুক্রবার কলম্বোয় ভারত-বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে কী হবে?
শুক্রবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুপুর ৩টেয় শুরু ম্যাচ। তার ৩০ মিনিট আগে, দুপুর ২.৩০-এ হবে টস। কিন্তু ফের কাঁটা হয়ে দেখা দেবে না তো বৃষ্টি?
আবহাওয়া দফতের পূর্বাভাস বলছে, কলম্বোয় শুক্রবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তা প্রবল আকার ধারণ করে ম্যাচ ভেস্তে দেবে, তেমন নয়। যদিও ম্যাচের পুরো সময়ই ঝিরঝিরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচে সমস্যা হতে পারে। ঝমঝমিয়ে কয়েক পশলা হয়ে গেলে ম্যাচ ওভার সংখ্যা কমিয়েও করা যেতে পারে। টানা চললেই সমস্যায় পড়বেন আয়োজকরা। তবে কলম্বোয় শুক্রবার সকালে বৃষ্টি হচ্ছে না বলেই খবর। তাই ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে পারে। পরে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে। তবে কোনও কারণে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে তাতে টুর্নামেন্টে বড় কোনও প্রভাব ফেলতে পারবে না। কারণ, ভারত আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। আর বাংলাদেশ আগেই ছিটকে গিয়েছে। শুক্রবারের ম্যাচ কার্যত নিয়মরক্ষার।
কেমন হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ? ৬ দিনে ৪ ম্যাচ হচ্ছে এই মাঠে। স্বাভাবিকভাবেই উইকেট মন্থর হয়ে পড়ছে ক্রমশ। শুক্রবারের ম্যাচেও তাই খুব বেশি রান না-ও উঠতে পারে। বরং গুরুত্বপূর্ণ হবে স্পিনারদের ভূমিকা।
একদল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। আর এক দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। বৃহস্পতিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি দুই দল - ভারত ও বাংলাদেশ (Ind vs Ban)। ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে ভারতীয় শিবির চাইবে ফাইনালের আগে জয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে বাংলাদেশ শিবিরের লক্ষ্য হবে, ম্যাচ জিতে কিছুটা অন্তত সম্মান পুনরুদ্ধার করে দেশে ফিরতে।
বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। তার আগে দুই দলই চাইবে দল নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে। ভারতীয় শিবিরের টপ অর্ডার রানের মধ্যে রয়েছে। রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি - সকলেই রান পাচ্ছেন। ঈশান কিষাণের ব্যাট হাতে ছন্দ দলের চিন্তা বাড়িয়েছে। যদিও এই ধরনের সমস্যায় সব দলই পড়তে চাইবে। যেখানে হাতে এত বিকল্প যে, কাকে খেলানো হবে আর কাকে বসানো হবে, সেটা ঠিক করে উঠতে পারবে না।
কে এল রাহুল ও যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরেছেন। দুজনই প্রমাণ করে দিয়েছেন, ফের সর্বোচ্চ পর্যায়ের জন্য তৈরি। মাঠে ফিরেই সেঞ্চুরি করেছেন রাহুল। বল হাতে আগুন ছোটাচ্ছেন বুমরা। ভারতীয় শিবির এখন শুধু দেখার অপেক্ষায়, পিঠের চোট সারিয়ে কবে মাঠে ফেরেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন