Ind vs Eng, 1st T20: রক্ষাকর্তা জাডেজা, ইংল্যান্ডের সামনে ১৭১ রানের লক্ষ্য় দিল ভারত
Team India: রিচার্ড গ্লিসনের বিধ্বংসী স্পেলে ৬১/৩ হয়ে যায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। শেষে রক্ষাকর্তা হয়ে হাজির হলেন রবীন্দ্র জাডেজা।
বার্মিংহ্যাম: শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। মাত্র ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করে ফেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপরই ব্যাটিং ধস। রিচার্ড গ্লিসনের বিধ্বংসী স্পেলে ৬১/৩ হয়ে যায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। শেষে রক্ষাকর্তা হয়ে হাজির হলেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত রইলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর ব্যাটের দাপটেই ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭০/৮।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ১-০ এগিয়ে। শনিবার জয় মানেই সিরিজ পকেটে চলে আসা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে তাই জিততেই হবে জস বাটলারদের। আর ম্যাচ জিততে তাঁদের করতে হবে ১৭১ রান।
View this post on Instagram
এদিন দলে ফিরেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কোহলি দলে ফেরায় বাদ দেওয়া হয় অনবদ্য় ছন্দে থাকা দীপক হুডাকে। কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর কথা থাকলেও, তিনি নামেন তিন নম্বরে। মাত্র ১ রান করে ফেরেন। রান পাননি সূর্যকুমার যাদব (১৫), হার্দিক পাণ্ড্য (১২) ও দীনেশ কার্তিক (১২)। শেষ দিকে জাডেজাই দলের ইনিংসের মান রাখেন।
আরও পড়ুন: কোহলির স্লেজিংয়ে তিতিবিরক্ত বেয়ারস্টো ড্রেসিংরুমে পৌঁছেই বলে ফেলেছিলেন...