India Highest Run Record: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোর ভারতের
India vs England, fifth T-20: বিরাট-রোহিতের দুর্দান্ত ব্যাটিং।
আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচটা কার্যত ফাইনাল ছিল। দু’দলই এর আগে দু’টি করে ম্যাচ জেতে। ফলে যে দল পঞ্চম ম্যাচটি জিতত, সিরিজ তাদেরই দখলে যেত। এই ম্যাচের জন্যই নিজের সেরা পারফরম্যান্স তুলে রেখেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। রোহিতও ভাল ব্যাটিং করেন। তার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোরের নজির গড়ল ভারত। ৩৬ রানে জিতে টি-২০ সিরিজ দখল করল ভারতীয় দল। টেস্টের পর টি-২০ সিরিজও জিতল ভারত। এবার একদিনের সিরিজেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বিরাটরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে এই প্রথম ওপেন করতে নামেন বিরাট। শুরুতে বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। তিনি ফিরে যাওয়ার পর ইনিংসের হাল ধরে শেষপর্যন্ত ক্রিজে থাকেন বিরাট। ভারতের ওপেনিং জুটিতে এদিন ৯৪ রান যোগ হয়। তখনই বড় রান । রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন সূর্যকুমার যাদব। তিনিও ভাল পারফরম্যান্স দেখান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্য। ফলে ২ উইকেটে ২২৪ রান করে ভারতীয় দল। জবাবে ৮ উইকেটে ১৮৮ রান করেই থেমে যায় ইংল্যান্ড।
এদিন বিরাটের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা। রোহিত ৩৪ বলে ৬৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৪টি বাউন্ডারি। সূর্যকুমার যাদব ৩২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৩টি বাউন্ডারি। হার্দিক পাণ্ড্য ১৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা মারেন।
ভারতের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখান ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও টি নটরাজন।