Ind vs Eng 2021: লর্ডসে হাতছাড়া হলেও শীঘ্রই বিদেশে টেস্ট সেঞ্চুরি হবে রোহিতের, বলছেন গাওস্কর
ইংল্য়ান্ডের মাটিতে প্রথমবার টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমেছেন রোহিত।
মুম্বই: লর্ডসে প্রথম ইনিংসে তাঁর ব্যাটিং সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। ভারতের বড় ইনিংসের ভিত তৈরি করে দিয়েছিল কে এল রাহুলের সঙ্গে তাঁর ওপেনিং জুটি। রাহুল সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছিলেন। তবে রোহিত শর্মা তিন অঙ্কে পৌঁছতে পারেননি।
যদিও রোহিতের প্রশংসায় উচ্ছ্বসিত এক কিংবদন্তি। সুনীল গাওস্কর। যিনি জানিয়ে দিলেন, লর্ডসে টেস্ট সেঞ্চুরি সব ক্রিকেটারের কাছেই স্বপ্ন। কিন্তু সেটাই জীবনের সব কিছু নয়। সেই সঙ্গে গাওস্কর বলে দিলেন, বিদেশের মাটিতে রোহিতের টেস্ট সেঞ্চুরি সময়ের অপেক্ষা।
ইংল্য়ান্ডের মাটিতে প্রথমবার টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমেছেন রোহিত। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। রোহিত নিজেই বলেছিলেন যে ৮৩ রানের ইনিংসটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতেও ওপেনার হিসেবে ভাল পারফর্ম করেছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নড়বড়ে মনে হয়নি মুম্বইয়ের এই তারকা ক্রিকেটারকে। যদিও বিদেশের মাটিতে এখনও পর্যন্ত কোনও বড় ইনিংস খেলতে পারেননি রোহিত। লর্ডসে প্রথম ইনিংসে শতরানের দিকে এগোচ্ছিলেন ভালই। কিন্তু ইংরেজ পেসার জেমাস অ্যান্ডারসনের বলে আউট হয়ে ফিরতে হয় সেঞ্চুরির থেকে ১৭ রান দূরেই।
ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেন, 'লর্ডসে রোহিত দেখিয়ে দিয়েছে কোন শট খেলবে আর কোন শট খেলবে না তার ওপর ওর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যদি কোনও প্লেয়ার প্রত্যেক টেস্টে ৮০ রান নিশ্চিতভাবে করে, তাহলে পাঁচ ম্যাচের সিরিজে তো ৪০০-৪৫০ রান করবে। একজন অধিনায়কের আর কী চাওয়ার থাকতে পারে। লর্ডসে সেঞ্চুরিই সব নয়। বিদেশের যে কোনও মাঠেই দেশের জার্সিতে সেঞ্চুরি গুরুত্বপূর্ণ। রোহিত শীঘ্রই সেটা পাবে।'
ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকরও। তিনি মনে করেন টেস্টে রোহিত এখন আলাদাই ছন্দে পারফর্ম করছেন। ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে চার ইনিংসে স্কোর যথাক্রমে ৩৬, ১২*, ৮৩, ২১। সচিন মনে করেন, রোহিত তাঁর ব্যাটিংয়ে এখন অনেক উন্নতি করেছেন। এমনকী চলতি সফরে অন্য রোহিতকে দেখা যাচ্ছে বলেও মনে করেন সচিন।
এক সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার বলেন, 'রোহিত যেই ফর্মে ব্যাট করছে, তাতে আমার মনে হয় রোহিত নিজের ব্যাটিংয়ে অনেক বদল এনেছে। ব্যাটিংয়ের ধরন বদলেছে ও। ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী ওর রান তোলার ক্ষমতাও অনেক উন্নত হয়েছে আগের তুলনায়।'