IND vs ENG, 3rd T20 Live: তৃতীয় টি২০-তে ১৭ রানে জয়লাভ ইংল্যান্ডের
IND vs ENG, 3rd T20, Trent Bridge: তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের সামনে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্য রাখল ইংল্যান্ড, টিম ইন্ডিয়ার হয়ে হর্ষল পটেল ও রবি বিষ্ণোই দুইটি করে উইকেট নেন।

Background
নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট হেরে লাল বলের সিরিজ ড্র করলেও, বলের রং বদল হতেই বদলেছে ভারতীয় দলের ভাগ্যও। তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। আজ রবিবার, তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (Ind vs Eng)। রোহিত বাহিনীর কাছে সুযোগ ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ক্ষমতা প্রদর্শনের।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জিতলেও, এই সিরিজে এখনও পর্যন্ত একটিও ম্যাচে সুযোগ পাননি উমরন মালিক (Umran Malik)। তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁকে খেলানো হয় কি না, সেই গিকে নজর থাকবেই। রোহিত অবশ্য ম্যাচের আগেই এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ভারতীয় অধিনায়ক বলেন, 'নিঃসন্দেহে বেঞ্চে যেসব ক্রিকেটাররা বসে রয়েছে, আমরা তাদের খেলার সুযোগ করে দিতে চাই। কোচের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসব এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
এখনও পর্যন্ত দুই ম্যাচেই ভারতের হয়ে দুই অলরাউন্ডার যথাক্রমে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও রবীন্দ্র জাডেজা দলের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমারও। কয়েকদিন আগে পর্যন্ত পাওয়ার প্লেতে ব্যাট-বলে ভারতের পারফরম্যান্সের উপর অনেক প্রশ্নচিহ্ন ছিল। এখনও পর্যন্ত এই সিরিজে সফলভাবেই সেই সকল প্রশ্নকে দূরে রাখতে সক্ষম হয়েছে রোহিতের দল। তৃতীয় টি-টোয়েন্টিতেও এই ধারা অব্যাহত রাখাটাই কিন্তু টিম ইন্ডিয়ার কাছে একটা বড় চ্যালেঞ্জ।
IND vs ENG Live: তৃতীয় টি২০-তে ১৭ রানে জয়লাভ ইংল্যান্ডের
সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংস সত্ত্বেও শেষ রক্ষা হল না। তৃতীয় টি২০-তে ১৭ রানে জয়লাভ ইংল্যান্ডের।
IND vs ENG, T20 Live: শতরান করলেন সূর্যকুমার যাদব
অনবদ্য ইনিংস। শতরান করলেন সূর্যকুমার যাদব। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম সেঞ্চুরি সূর্যকুমারের।






















