IND vs ENG, T20 WC LIVE: পন্থের ছক্কায় প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে ব্রিটিশ বধ টিম বিরাটের
T20 WC 2021, Warm-Up Match, Ind vs Eng: টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ভারত।
LIVE
Background
দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রথম দিনেই অঘটন ঘটেছে। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্কটল্যান্ড। আগামী রবিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট বাহিনী। তবে তার আগে আজ একটি প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে রোহিত, জাদেজারা।
রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে তাদের ট্যুইটারে গোটা দলের ছবি দিয়ে লেখা হয়, ‘আমরা চলে এসেছি।’ সোমবার সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দু’টি প্রস্তুতি ম্যাচই দুবাইতে খেলবে টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে নিঃসন্দেহে বড় চমক বেশ কয়েকবছর ধরে সুযোগ পেলেও যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার ও রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পেয়েছেন। অশ্বিন প্রায় চারবছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন। এদিকে, ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ইশান কিশাণ দলে জায়গা পেয়েছেন। শার্দুল ঠাকুর প্রথমে ব্যাক আপ প্লেয়ার হিসেবে থাকলেও আইপিএলে ধারাবাহিক পারফর্ম করে মূল ১৫ সদস্যের স্কোয়াডে ঢুকে পড়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, অবসর গ্রহণের পর আবার মেন ইন ব্লু ব্রিগেডের ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। সদ্য চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ধোনির সিএসকে। মেন্টর হিসেবে ধোনির অন্তর্ভূক্তি ভারতীয় দলের মনোবল আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। রবিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
IND vs ENG LIVE: প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড বধ বিরাটদের
ছয় মেরে ম্যাচ জেতালেন পন্থ। ৭ উইকেটে জয় ভারতের।
IND vs ENG, T20 WC LIVE: আউট সূর্য
ডেভিড উইলির বলে আউট সূর্যকুমার। ক্রিজে এলেন হার্দিক পাণ্ড্য।
IND vs ENG LIVE: ভারতের লক্ষ্য আর ২৬ রান
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে জিততে ভারতের চাই আর ১৮ বলে ২৬ রান।
IND vs ENG, T20 WC LIVE: মাঠ ছাড়লেন ঈশান কিষাণ
অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। ক্রিজে এলেন সূর্যকুমার যাদব।
IND vs ENG LIVE: ১৫.২ ওভারে ভারতের স্কোর ১৫০/২
১৫.২ ওভারে ভারতের স্কোর ১৫০/২।